একদিকে অলিম্পিক্স অন্যদিকে ভারত-শ্রীলঙ্কা (India VS Sri Lanka) সিরিজ। রমরমিয়ে চলছে দুটিই। এমতাবস্থায় চর্চার মুখে পড়েছে এই সিরিজটি (India VS Sri Lanka)। গৌতম গম্ভীরের কোচিং-এ বেশ ভালো ভাবেই এগোচ্ছিল ভারতীয় দল। কিন্তু গত ম্যাচে ভারতে নেমে আসে বিপর্যয়। জেতা ম্যাচ হেরে যায় ভারত। এই দেখে বেশ হতাশ হয়েছেন বিরাট, রোহিত, গম্ভীররা। তবে শুধু তাঁরই নয় হতাশ হয়েছে ভারতীয়রাও।
গত ম্যাচে ২৩১ রান পর্যন্ত প্রত্যেকেই মনে করেছিল জিতে যাবে ভারত। তবে খেলা ঘুরে যায় অন্যদিকে। শিবম দুবের ছয় আর চারের ধামাকা দেখে সবার মতোই বিরাটও ভাবেন ম্যাচ ভারতের পক্ষে। তাই গম্ভীরের পিঠ চাপড়ে তাঁকে চিন্তামুক্ত হতে বলেন। কিন্তু, শেষ হাসি হাসতে পারল না ভারত। আট হয়ে যান শিবম দুবে। মাঠে নামেন আর্শদীপ সিং। তবে, দায়সারা ভাবে শট খেলতে গিয়ে আউট হন তিনিও।
ভারত-শ্রীলঙ্কা (India VS Sri Lanka) সিরিজে জেতা ম্যাচ হেরে যায় ভারত
হাতছাড়া হয়ে যায় জেতা ম্যাচটি। ম্যাচ ড্র হওয়ার পর মাঠে নেমেছিলেন আর্শদীপ। মাত্র এক রান তুলতেই হিমসিম খেতে যান তিনি। আর্শদীপের এই ধরনের আচরণ দেখে রাগে, বিরক্তি প্রকাশ পায় গম্ভীর ও বিরাটের মুখে। আন্তর্জাতিক ক্রিকেটে এখনও পর্যন্ত ১০ টি ম্যাচ টাই হয়েছে ভারতের। তবে, গত ম্যাচে ড্র হয়েও হার ছিল বেশ লজ্জাজনক। এরকম দ্বায়িত্বজ্ঞানহিন শটের জনই যে ম্যাচ হারল ভারত তা একেবারে পরিষ্কার।
এই ব্যাপারে মুখ খোলেননি বিরাট কিংবা গম্ভীর। তবে, রোহিতের কথা অনুযায়ী ‘এটা আমাদের হাতের ম্যাচ ছিল। এই টার্গেট আমরা খুব সহজেই রিচ করে যেতাম। তবে, এই আমি আরও ভালো ব্যাটিং আশা করেছিলাম টিমের থেকে। যা আমি পাইনি। শুরুটা ভালো হলেও শেষটা ঠিক ভালো হল না। আমরা জানতাম, আসল খেলা শুরু হবে ১০ ওভারে পর। কিন্তু, পরপর উইকেট পড়ে যাওয়ায় পিছিয়ে পড়ি। আর এই সুযোগই নেয় বিরোধীরা।’