আফগানিস্তানে তালিবানি সন্ত্রাস, আফগান পাত্রের সঙ্গে বিয়ে ভাঙলেন আরশি

Published On:

বাংলাহান্ট ডেস্ক: দুদিন আগেই নিজের নাগরিকত্ব নিয়ে ট্রোলের বিরুদ্ধে সরব হয়েছিলেন বিগ বস প্রতিযোগী আরশি খান (arshi khan)। তাঁর দাবি ছিল তিনি ভারতীয় নাগরিক হলেও তাঁর শরীরে বইছে আফগান রক্ত। আফগানিস্তানে তালিবান রাজত্ব নিয়েও নিজের ক্ষোভ, ভয় প্রকাশ করেছিলেন তিনি। এবার সেই কারণেই নিজের বিয়ে ভাঙতে হল বলে জানিয়েছেন আরশি।

এক আফগানি পাত্রের সঙ্গে মেয়ের বিয়ে ঠিক করেছিলেন আরশির বাবা। পাত্র পেশায় ক্রিকেটার। আরশি জানান, পাত্রের বাবা ও তাঁর বাবা দুজনে ভাল বন্ধু। সেই সূত্রেই বিয়ের সম্বন্ধ। তাঁদের দুজনের মধ‍্যেও কথাবার্তা হত বলে জানিয়েছেন অভিনেত্রী। আগামী অক্টোবরেই বাগদান হওয়ার কথা ছিল তাঁর। কিন্তু আফগানিস্তানে তালিবানি সন্ত্রাস শুরু হতেই বিয়ে ভেঙে দিয়েছেন আরশির বাবা। অভিনেত্রী এতে খুশি বলেই জানিয়েছেন।


সম্প্রতি নাগরিকত্ব নিয়ে ট্রোলের বিরুদ্ধে মুখ খোলেন আরশি। আরশির কথায়, “এই নিয়ে তৃতীয় বার আমাকে নিশানা করা হল। ওরা ভাবে আমি পাকিস্তানি নাগরিক। এর জন‍্য কর্মক্ষেত্রেও আমাকে সমস‍্যায় পড়তে হয়েছে। আমি একটা কথা আজ স্পষ্ট করে বলতে চাই, আমি ভারতীয়। আমার কাছে ভারত সরকারের অনুমোদিত পরিচয় পত্র রয়েছে।”

তবে আরশি স্বীকার করেছেন, তিনি আদতে আফগান বংশোদ্ভূত। তাঁর শিকড় রয়েছে আফগানিস্তানে। তাঁর পরিবার ইউসুফ জাহির পাঠান গোষ্ঠীর অন্তর্গত। কিন্তু আরশির যখন মাত্র ৪ বছর বয়স তখনি তাঁর পরিবার ভারতে চলে এসেছিল। তিনি এখন ভারতীয় নাগরিক।

আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন আরশি। তাঁর কথায়, “ওদেশের এখনকার পরিস্থিতি নিয়ে আমি উদ্বিগ্ন। ওখানকার অবস্থার কথা ভাবলেই গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে। বিশেষ করে আফগান মহিলাদের জন‍্য চিন্তা বেশি হচ্ছে। ছোটবেলায় এদেশে চলে না আসলে হয়তো আমাকেও আজ ওদের মতো ভয়ে ভয়ে থাকতে হত।”

সম্পর্কিত খবর

X