আর শিশুশিল্পী না, এবার দমদার নায়িকার চরিত্র চান ‘ভুতু’ আর্শিয়া মুখোপাধ‍্যায়

বাংলাহান্ট ডেস্ক: ভূত মানেই গা শিরশিরানি ব‍্যাপার। তেনাদের আস্তানা যত পোড়ো বাড়ি আর শেওড়া গাছে। মানুষ পেলেই ঘাড়টি মটকে নিজেদের দল ভারী করার ধান্দা। ভূত নিয়ে এই চিরাচরিত ধারণা পালটে দিয়েছিল জি বাংলা। নিয়ে এসেছিল ‘ভুতু’কে (Bhutu)। মিষ্টি মুখের বাচ্চা ভুতুকে দেখলে ভয় তো দূরে পালাত, বরং আদর করতে ইচ্ছা করত।

খুব কম সময়ের মধ‍্যেই দর্শকদের মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছিল ভুতু। আর সেই চরিত্রে অত‍্যন্ত সাবলীল অভিনয় করে সব্বার প্রিয় হয়ে উঠেছিলেন আর্শিয়া মুখোপাধ‍্যায় (Arshiya Mukherjee)। সে সময়ে আর্শিয়া ছিলেন ছোট্ট। কিন্তু তাঁর অভিনয় দেখে বয়সের ধারণা করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। সিরিয়ালটি এতটাই জনপ্রিয় হয়েছিল যে লকডাউনের সময়ে আবারো ফিরিয়ে আনা হয়েছিল ভুতুকে। পাশাপাশি হিন্দিতেও রিমেক হয়েছিল ভুতু, যেখানে অভিনয় করেছিলেন আর্শিয়াই।

Arshiya

তারপর ‘শ্রীকৃষ্ণভক্ত মীরা’ সিরিয়ালেও মীরাবাঈয়ের ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। কিন্তু এরপর আর কোনো সিরিয়ালেই দেখা যায়নি আর্শিয়াকে। যদিও সোশ‍্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন তিনি। ছবি, ভিডিও মাঝেমাঝেই শেয়ার করতে থাকেন আর্শিয়া।

সম্প্রতি এক সংবাদ মাধ‍্যমের সঙ্গে সাক্ষাৎকারে আর্শিয়ার মা মুখ খোলেন মেয়ের ভবিষ‍্যতের অভিনয় জীবন নিয়ে। এই মুহূর্তে বিডি মেমোরিয়াল স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী আর্শিয়া। অভিনেত্রীর মা বলেন, ওর বয়সটা এখন এমনি যে শিশুশিল্পীর চরিত্রেও ভাল লাগবে না, আবার নায়িকার চরিত্রেও মানাবে না। তাই এই মুহূর্তে আর্শিয়াকে নিয়ে বড় কিছু ভাবছেন না তিনি।

কিন্তু আর্শিয়ার পরিকল্পনা অন‍্য। বাড়ির বাচ্চা বা ছোটখাট, কম গুরুত্ব সম্পন্ন চরিত্রে অভিনয় করতে রাজি নন তিনি। নায়িকার চরিত্র চান আর্শিয়া, যেখানে যথেষ্ট গুরুত্ব থাকবে। অভিনেত্রীর মা বলেন, যদি ৬ মাসের মধ‍্যে এমন কোনো চরিত্রের প্রস্তাব আসে যেটায় আর্শিয়া অভিনয় করতে পারবেন তাহলে তিনি নিশ্চয়ই করবেন।

সম্প্রতি বড়পর্দাতেও ডেবিউ করেছেন আর্শিয়া। পরিচালক সৌকর্য্য ঘোষালের আসন্ন ছবিতে জয়া আহসানের ছোটবেলার চরিত্রে অভিনয় করেছেন তিনি। চরিত্রটি নাকি খুব ইন্টারেস্টিং বলেও জানিয়েছেন আর্শিয়ার মা। এমনি চরিত্র চান অভিনেত্রী। অভিনয়টাই করতে চান তিনি।

Niranjana Nag

সম্পর্কিত খবর