বাংলা হান্ট ডেস্কঃ এক সপ্তাহ ধরে AIIMS এ ভর্তি প্রাক্তন কেন্দ্রীয় অর্থ মন্ত্রী অরুন জেটলি (Arun Jaitley), ওনার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটছে বলে খবর। তিনি AIIMS এর আইসিইউ-তে ভর্তি আছেন। ওনার শারীরিক অবস্থা এখনো এতটাই খারাপ যে, ওনাকে এখন ভেন্টিলেটর থেকে বের করে Extracorporeal membrane oxygenation ( ECMO ) তে রাখা হয়েছে। প্রসঙ্গত, ECMO তে রোগীদের তখনই রাখা হয়, যখন তাঁদের হার্ট, কিডনি কাজ করা বন্ধ করে দেয় আর সেই সময় রোগীদের জন্য ভেন্টিলিটর কোন কাজেই লাগেনা। এই প্রক্রিয়াতে রোগীর শরীরে অক্সিজেন পৌঁছে দেওয়া হয়। শনিবার সকালে অরুন জেটলিকে দেখতে কেন্দ্রীয় রাজ্য মন্ত্রী জিতেন্দ্র সিং AIIMS এ যান। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ আজও অরুন জেটলিকে দেখতে দ্বিতীয়বার AIIMS এ যান। এছাড়াও কেন্দ্রীয় স্বাস্থ মন্ত্রী হর্ষবর্ধনও AIIMS এ যান অরুন জেটলিকে দেখতে।
শুক্রবার অরুন জেটলির শারীরিক অবস্থা আচমকাই বিগড়ে যায়। ওনার চিকিৎসা করা AIIMS এর বরিষ্ঠ ডাক্তার ওনার ওষুধের ডোজ বাড়ানোর সিদ্ধান্ত নেন। আরেকদিকে, রাষ্ট্রপতি রামনাত কোবিন্দ ওনার শারীরিক অবস্থার খবর নিয়ে AIIMS এ যান। ওনার সাথে কেন্দ্রীয় রাজ্য মন্ত্রী অশ্বিনী কুমার এবং কেন্দ্রীয় স্বাস্থ মন্ত্রী হর্ষবর্ধনও AIIMS এ গেছিলেন।