বাংলা হান্ট ডেস্কঃ আজ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলির (Arun Jaitley) 68 তম জন্মদিন। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে সম্মান জানিয়ে তাঁর 68 তম জন্মদিনে DDCA-তে উন্মোচন হতে চলেছে তার একটি মূর্তি। 15 লক্ষ টাকা ব্যয় করে অরুণ জেটলির এই মূর্তি তৈরি করা হয়েছে। অরুণ জেটলির এই মূর্তি উন্মোচন করার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। এছাড়াও এই মূর্তি উন্মোচন অনুষ্ঠানে থাকবেন প্রাক্তন ভারত অধিনায়ক তথা বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী। ইতিমধ্যেই এই অনুষ্ঠানে যোগ দিতে দিল্লির উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন মহারাজ।
এছাড়াও অরুণ জেটলির এই মূর্তি উন্মোচন অনুষ্ঠানে থাকবেন প্রাক্তন ভারত ওপেনার তথা বর্তমান বিজেপি সাংসদ গৌতম গম্ভীর। এছাড়াও থাকবেন আর এক প্রাক্তন ভারত ওপেনার তথা দিল্লীর রাজপুত্র বীরেন্দ্র শেওয়াগ।
আজ দিল্লি উড়ে যাওয়ার আগে গতকাল রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে দেখা করতে যান সৌরভ গাঙ্গুলী। তারপর আজ দিল্লি গিয়ে সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে একই মঞ্চে থাকবেন সৌরভ গাঙ্গুলী। আর এইসব থেকেই সৌরভ গাঙ্গুলির বিজেপিতে যোগদান নিয়ে কানাঘুষা ইতিমধ্যে শুরু হয়েছে। রাজনৈতিক মহল মনে করছে আজ একই মঞ্চে সৌরভ গাঙ্গুলী এবং অমিত শাহের থাকাটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। যদিও বিজেপিতে যোগদানের প্রসঙ্গটি সরাসরি নাকচ করেছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী।