টাইমলাইনবিনোদন

বন্ধুই যখন পরম শত্রু, নিজের কেরিয়ার বাঁচাতে সিনেমা থেকে সরিয়ে দিয়েছিলেন রেখা! বিস্ফোরক অরুণা ইরানি

বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় সিনেমায় বেশ জনপ্রিয় অরুণা ইরানি। হিন্দি,কন্নড়,মারাঠি, গুজরাটি সহ একাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। তবে কখনই নায়িকার চরিত্রে দেখা যায়নি এই অভিনেত্রীকে। বরাবরই তিনি থেকেছেন পার্শ্ব চরিত্রে। কিন্তু তা সত্ত্বেও দর্শকদের কাছে বেশ জনপ্রিয় এই অভিনেত্রী। ১৯৭১ সালে অভিনয় জগতে পা রাখেন তিনি।

crockex

সম্প্রতি এক সাক্ষাৎকারে একাধিক বিষয় নিয়ে মুখ খোলেন অভিনেত্রী অরুণা ইরানি। তাঁর আক্ষেপ, পার্শ্ব চরিত্রেও মাঝেমধ্যে অভিনয় করতে দেওয়া হত না তাঁকে। ইচ্ছে করেই সরিয়ে দেওয়া হয় ছবি থেকে। অন্য কেউ নন অভিনেত্রীর সাথে এহেন ব্যবহার করেছিলেন তাঁর কাছের বান্ধবী রেখা। অকপট সেই কথা স্বীকার করলেন এই অভিনেত্রী।

Aruna Irani With Rekha

এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, ‘রেখা আর আমি খুব ভালো বন্ধু ছিলাম। কিন্তু জানিনা কেন ও আমাকে ‘মঙ্গলসূত্র’ ছবি থেকে বাদ দিতে বলেছিল’। জানা যাচ্ছে, এই ছবিতে ভুতের ভূমিকায় অভিনয় করার সুযোগ পেয়েছিলেন অভিনেত্রী অরুণা ইরানি। অন্যদিকে রেখা তাঁর সতীন রূপে ধরা দিতেন ছবিতে। কিন্তু শেষ পর্যন্ত আর এই ছবিতে দেখাই যায়নি তাঁকে।

Rekha With Aruna

অভিনেত্রী জানান, ‘ছবি থেকে কেন আমাকে বাদ দেওয়া হল সে কথা আমি জানতে চেয়েছিলাম পরিচালকের কাছে। তিনি বললেন, রেখা চাননি আমি এই ছবিতে অভিনয় করি’। যদিও অভিনেত্রী জানান, রেখা কখনও অস্বীকার করেননি এই কথা। আমি তাঁর কাছে জানতে চেয়েছিলাম কেন আমাকে সরানো হল, তখন সে জানায় নিজের ক্যারিয়ারের কথা চিন্তা করেই নাকি আমাকে ছবি থেকে সরিয়ে ছিল সে’।

যদিও এত কিছুর পরেও রেখার সাথে বন্ধুত্ব নষ্ট করেননি অরুণা ইরানি। তাঁদের মধুর সম্পর্ক রয়ে গেছে এখনও। তবে বর্তমানে আর বড়পর্দায় দেখা যায়না এই অভিনেত্রীকে। কিন্তু টেলিভিশন জগতে এখনও অভিনয় করছেন এই অভিনেত্রী।

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker