জামাকাপড় ধুয়েই খুলল ভাগ্য! ১০০ কোটির সাম্রাজ্য গড়লেন অরুণাভ, চমকে দেবে সাফল্যের কাহিনি

Published on:

Published on:

Arunabh Sinha's Success Story will amaze you.
Follow

বাংলাহান্ট ডেস্ক: কাপড় ধোয়ার কাজ যে কোটিপতি হওয়ার পথ দেখাতে পারে, তা একসময় কল্পনাতীত ছিল। কিন্তু ঝাড়খণ্ডের ভাগলপুরে জন্ম নেওয়া অরুণাভ সিনহা সেই অসম্ভবকেই সম্ভব করেই সাফল্যের (Success Story) শিখরে পৌঁছে দেখিয়েছেন। ২০১৭ সালে স্ত্রী গুঞ্জন তানেজার সঙ্গে তিনি শুরু করেছিলেন লন্ড্রি ও ড্রাই ক্লিনিং সংস্থা ‘ইউক্লিন’। আজ সেই সংস্থার বার্ষিক টার্নওভার ১০০ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা অরুণাভের এই যাত্রা বহু তরুণ উদ্যোক্তার অনুপ্রেরণা হয়ে উঠেছে।

অরুণাভ সিনহার অসাধারণ সাফল্যের কাহিনি (Success Story):

অরুণাভের শৈশব কেটেছে সীমিত সুযোগ-সুবিধার মধ্যে। বাবা সরকারি হাসপাতালে সহকারী কর্মী ছিলেন, মা ছিলেন গৃহিণী। সরকারি কোয়ার্টারে বেড়ে ওঠা অরুণাভকে স্কুলে যেতে প্রতিদিন কয়েক কিলোমিটার হেঁটে যেতে হত। পড়াশোনায় মেধাবী অরুণাভ আইআইটি মুম্বই থেকে মেটালার্জি ও ম্যাটেরিয়াল সায়েন্সে ডিগ্রি অর্জন করেন। পরে টাটা স্টিল ও জেডএস অ্যাসোসিয়েটসের মতো নামী সংস্থায় চাকরির সুযোগ পান। শেষ পর্যন্ত জেডএস অ্যাসোসিয়েটসে যোগ দিয়ে কর্পোরেট জীবনে পা রাখেন তিনি।

আরও পড়ুন: বড় খবর! বছরের শুরুতেই কমল ATF-এর দাম! সস্তা হবে ফ্লাইটের টিকিট?

২০১১ সালে অরুণাভ নিজস্ব পরামর্শক সংস্থা ‘ফ্রাংগ্লোবাল’ শুরু করেন, যার লক্ষ্য ছিল বিদেশি সংস্থাকে ভারতে ব্যবসা স্থাপনে সহায়তা করা। ফ্র্যাঞ্চাইজি ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা গৌরব মারিয়ার সহায়তায় সংস্থাটি এগোয় এবং ২০১৫ সালে সেটি বিক্রি করে দেন অরুণাভ। সেই বছরই গুঞ্জন তানেজার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে বাজেট হোটেল চেন ট্রিবোতে কাজ শুরু করেন তিনি। সেখানেই হোটেল শিল্পে লন্ড্রি পরিষেবার বিশাল ঘাটতির বিষয়টি তাঁর নজরে আসে।

ট্রিবোতে কাজ করার অভিজ্ঞতা থেকেই অরুণাভ বুঝতে পারেন, লন্ড্রি পরিষেবা প্রায় পুরোপুরি অসংগঠিত এবং আধুনিক ব্যবস্থাপনার অভাব রয়েছে। এই সুযোগকে কাজে লাগাতে ২০১৭ সালে গুঞ্জনের সঙ্গে তিনি ‘ইউকনসেপ্টস সলিউশনস প্রাইভেট লিমিটেড’-এর অধীনে ইউক্লিন চালু করেন। শুরুতে বিনিয়োগ জোগাড় করা কঠিন হলেও দিল্লি-এনসিআরের এক ড্রাই ক্লিনিং ব্যবসায়ীর সহায়তায় প্রথম দুটি আউটলেট চালু হয়। ধীরে ধীরে ফ্র্যাঞ্চাইজি মডেলে ব্যবসা বিস্তার লাভ করে।

Arunabh Sinha's Success Story will amaze you.

আরও পড়ুন: হাইকোর্টে মামলার জেরে SSC নিয়ে নয়া জট! দু’দিনের মধ্যে বিজ্ঞপ্তি প্রত্যাহার করে স্কুল শিক্ষা দপ্তর বলল…

আজ ইউক্লিনের ৮০০-রও বেশি আউটলেট রয়েছে এবং ভারত ছাড়াও বিদেশে পরিষেবা দিচ্ছে সংস্থাটি। অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার, বিনামূল্যে পিকআপ ও ডেলিভারি এবং ‘লন্ড্রি বাই কিলো’-র মতো পরিষেবা ইউক্লিনকে জনপ্রিয় করেছে। অরুণাভ সিনহার গল্প প্রমাণ করে, সঠিক ভাবনা, কঠোর পরিশ্রম এবং ঝুঁকি নেওয়ার সাহস থাকলে সাধারণ কাজ থেকেও অসাধারণ সাফল্য অর্জন করা সম্ভব।