‘আমার নোবেল পাওয়া উচিত’, ভরা মঞ্চে দাবি অরবিন্দ কেজরিওয়ালের, কটাক্ষ বিরোধীদের

বাংলা হান্ট ডেস্ক : ফের একবার কেন্দ্রের উদ্দেশ্যে তোপ দাগলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। আম আদমি পার্টির সিনিয়র নেতা অরবিন্দ কেজরিওয়াল একহাত নেন বিজেপিকে (BJP)। বিজেপির উদ্দেশ্যে তোপ দেগে অরবিন্দ কেজরিওয়াল বলেন যে, দিল্লিতে সরকার চালানোর জন্য নাকি তার নোবেল পুরষ্কার (Nobel Prize) প্রাপ্য। দলীয় কর্মীদের এক বৈঠকে এমনই অভিযোগ করেন তিনি।

জল বিল নিয়ে বিক্ষোভ চলাকালীন কেজরিওয়াল তার দলের কর্মীদের উদ্দেশে বলেন, ‘আমি দিল্লিতে এমন স্কুল তৈরি করব যা সারা বিশ্ব মনে রাখবে। তারা (বিজেপি) দিল্লির স্কুল বন্ধ করার চেষ্টা করেছিল…’। তিনি আরও বলেন, ‘তারা চায় দিল্লির দরিদ্র শিশুরা যেন তাদের সন্তানদের মতো শিক্ষা না পায়।’

এছাড়া কেজরিওয়াল এও বলেন যে, বিজেপি নাকি হাসপাতালও বন্ধ করার চেষ্টা করে। AAP সুপ্রিমো বিজেপিকে কটাক্ষ করে বলেন যে, ‘আমি আপনাদেরকে প্রতিদিন এই সব বলতে পারি না, কিন্তু আমিই জানি যে আমি কীভাবে সরকার চালাচ্ছি। তার জন্য আমার নোবেল পুরস্কার পাওয়া উচিত।’

আরও পড়ুন : Paytm-র পর এবার Google Pay, এইদিন থেকে বন্ধ হচ্ছে পরিষেবা, বিপদে পড়ার আগেই জেনে নিন সবটা

মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী কেজরিওয়াল বলেন, বিজেপির লোকজন এবং দিল্লির LG জনগণকে অসুখী করে তোলেছেন। আর তার দাবী, তিনি দিল্লির মানুষের সন্তান হয়ে সমস্ত সমস্যার সমাধান করেছেন আর এজন্যই নাকি তার নোবেল পুরষ্কার পাওয়া উচিত। কেজরিওয়াল এও বলেন যে, দিল্লিতে ঘুরে বেড়ানোর সময়ই তাকে লোক আশ্বস্ত করে যে, সবার ভরসা শুধু তিনিই।

আরও পড়ুন : ‘লক্ষ্মীর ভাণ্ডার’ পেতে হলে দিতে হবে ২০০ টাকা, বীরভূম ট্যাক্স কালেক্টরের কীর্তিতে ‘থ’ এলাকাবাসী

kejriwal 03700a5f2f

উল্লেখযোগ্য যে, দিল্লিতে জলের ভুল বিল মাপ করা নিয়ে একটি স্কিম আনতে চায় কেজরিওয়াল সরকার। তাদের অভিযোগ এই প্রকল্পের বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বিজেপি সরকার। কেন্দ্র সরকার কে নিশানা করে কেজরিওয়াল বলেন, ‘দিল্লিতে বিজেপির সরকার থাকলে এতদিনে সবার জল সংযোগ বিচ্ছিন্ন করে দিত তারা। আপনি যদি মনে করেন যে জলের সঠিক বিল এসেছে তাহলে পরিশোধ করুন কিন্তু আপনি যদি মনে করেন যে বিল ভুল এসেছে তাহলে দেওয়ার কম প্রয়োজন নেই।’ এর সাথে কেজরিওয়াল হুমকি দিয়ে বলেন যে, দিল্লিতে এখনো তার সরকার আছে, এখানে বিজেপির গুন্ডামি চলবে না।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর