বাংলা হান্ট ডেস্ক: এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নিয়ে বিস্ফোরক দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। আম আদমি পার্টির (AAP) এক জনসভা থেকে অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘পশ্চিমবঙ্গের (West Bengal) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিহারের (Bihar) উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব, ঝাড়খণ্ডের (Jharkhand) মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে জেলে পাঠাতে চায় বিজেপি।’ দিল্লির মুখ্যমন্ত্রী আরও দাবি, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে জিততে বিজেপি (BJP) যা ইচ্ছে তাই করতে পারে। উল্লেখ্য, আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়াল নিজেই কেন্দ্রীয় এজেন্সির নজরে রয়েছেন।
উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি সিবিআই (CBI) বা ইডি (ED) কোনওদিন তলব করেনি। কিন্তু তাঁর ভাইপো তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) একাধিক মামলায় বারংবার তলব করা হয়েছে। এছাড়াও তাঁর অনেক মন্ত্রী, দলের নেতা এখন জেলে।
এদিকে ঝাড়খণ্ডে খনি ইজারা দুর্নীতিতে কেন্দ্রীয় সংস্থার তলব পেয়েছিলেন সেখানরকার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। জমি নিয়ে রেলের চাকরি দেওয়ার অভিযোগের প্রেক্ষিতে লালু প্রসাদ, তেজস্বী সহ গোটা পরিবারকেই পড়তে হয়েছে জেরার মুখে। এবার সেই তালিকায় নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ও আসতে চলেছেন।
কেজরিওয়াল বলেন, ‘প্রধানমন্ত্রী (Prime Minister) নতুন একটি স্কিম চালু করেছেন। যত আঞ্চলিক দলের নেতা আছে, তাঁদের ধরে জেলে ভরে দিতে চাইছেন তিনি। আঞ্চলিক দলের নেতারা যদি জেলে যান, তাহলে সেই দলগুলির হয়ে প্রচার করার কেউ থাকবে না। আর সেখানে বিজেপি একছত্র ভাবে জয়লাভ করবে নির্বাচনে। ওরা আমাকে তো জেলে পাঠানোর পরিকল্পনা করেই ফেলেছে। বাকিদের নিয়েও এই পরিকল্পনা করছে বিজেপি।’
এদিন নরেন্দ্র মোদীকেও (Narendra Modi) তোপ দাগেন কেজরিওয়াল। দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, ‘আরে মোদীজি একটু লজ্জা পান। এভাবে নির্বাচন জিতবেন আপনি? আমি চ্যালেঞ্জ করছি। বিজেপি একবার এই নেতাদের জেলে পাঠিয়ে দেখাক। গোটা দেশ থেকে বিজেপির পাতা সাফ হয়ে যাবে।’