শনিতেই ৭৫ কিমি বেগে উঠবে ঘূর্ণিঝড়! কমলা সতর্কবার্তা একাধিক জেলায়, জানুন IMD রিপোর্ট

বাংলা হান্ট ডেস্ক : ভারতীয় মৌসম ভবন (India Meteorological Department) তাদের সর্বশেষ বুলেটিনে জানাচ্ছে ফুঁসতে থাকা নিম্নচাপ অতি গভীর নিম্নচাপে (Low Pressure) পরিণত হয়েছে। নিম্নচাপটি অবস্থান করছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর। গতকালই বাংলাদেশের খেপুপাড়া সংলগ্ন এলাকা দিয়ে স্থলভাগে প্রবেশ করেছে ঘূর্ণিঝড় (Cyclone ) মিধিলি (Midhili)।

মৌসম ভবনের দেওয়া আপডেট অনুযায়ি, পড়শিদেশের স্থলভাগে প্রবেশের সময় ঘূর্ণিঝড় মিধিলির গতিবেগ ছিল ঘন্টায় সর্বোচ্চ ৮৫ কিলোমিটার। এবং সেখানে ল্যান্ডফল হওয়ারও প্রবল আশঙ্কা রয়েছে বলে খবর। ঘূর্ণিঝড় মিধিলির কারণে এই রাজ্যে আর বড় কোনও ক্ষতির আশঙ্কা না থাকলেও বৃষ্টি তার ভ্রুকুটি দিয়ে গেছে।

   

উপকূলীয় এলাকায় মাঝারি বৃষ্টি এবং ঝওড়ও হাওয়ার দাপট থাকবে বলে খবর। এছাড়াও রাজ্যের অন্যান্য জেলাতেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে খবর। ইতিমধ্যেই মৎস্যজীবীদেরও বার্তা দেওয়া হয়েছে। ১৮ই নভেম্বর পর্যন্ত মৎস্যজীবীদের উত্তর বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে।

আরও পড়ুন : হাতিয়ার AI, ভাইপোর গলা নকল করে পিসির দেড় লক্ষ নিয়ে পগারপার! ঘুম উড়ল পরিবারের

গতকাল শুক্রবার থেকেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছিল দুই ২৪ পরগনায়। আজকেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি আজকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর ও হাওড়া জেলায়। হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর ও পূর্ব বর্ধমান। গতকাল ছিটেফোঁটা বৃষ্টি দেখা গেছে বাঁকুড়াতেও।

আরও পড়ুন : কঙ্গনা নয়, BJP-র টিকিটে ডেবিউ করবেন মাধুরী! লোকসভা ভোটে এই আসনে লড়তে পারেন অভিনেত্রী

in delhi rain winter

দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় খুব হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি এলাকায় সেভাবে বৃষ্টির দাপট না দেখা গেলেও তাপমাত্রা কমবে বলে জানাচ্ছে মৌসম ভবন। শীতের অনুভূতির পাশাপাশি মেঘলা আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গের কোথাও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর