লক্ষ্মীর ভাণ্ডার অতীত! এবার ১৮ বছর বয়স থেকেই ১০০০ টাকা পাবেন মহিলারা, নয়া প্রকল্প সরকারের

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ দোরগোড়ায় লোকসভা নির্বাচন (Loksabha Vote)। তার আগে মহিলাদের জন্য বিরাট ঘোষণা (Women Scheme)৷ এবার থেকে প্রতি মাসে মহিলাদের দেওয়া হবে ১,০০০ টাকা। ২০২৪-২৫ অর্থবর্ষে ১৮ বছরের উর্ধ্বে মহিলাদের প্রতি মাসে ১,০০০ টাকা করে দেওয়া হবে৷ এমনটাই সিদ্ধান্ত নিয়েছে সরকার।

জানিয়ে রাখি, মহিলাদের এই টাকা দেওয়ার ঘোষণা করেছে অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) সরকার। দিল্লি সরকার (Delhi Government) এই বিশেষ প্রকল্প চালু করছে যার সুবিধা কেবলমাত্র মহিলারাই নিতে পারবেন। দিল্লির মহিলাদের জন্যই এই বিশেষ প্রকল্প চালু করছে অরবিন্দ কেজরিওয়াল আপ সরকার।

আরও পড়ুন: ‘আরও দুজন বিচারপতি আছেন, তারাও রাজনীতিতে যাবেন, আসন খুঁজছেন’, জাস্টিস গাঙ্গুলির পর এবার কারা?

কীভাবে আবেদন করা যাবে? দিল্লি সরকার সূত্রে জানা গিয়েছে এই প্রকল্পের সুবিধা পেতে হলে প্রথমে অনলাইনে আবেদন করতে হবে। যেই সমস্ত মহিলারা বর্তমানে কোনো চাকরি বা ব্যবসার সাথে যুক্ত আছেন তারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না৷ পাশাপাশি চাকরি, পেনশন, আয়করপ্রদানকারী মহিলারাও এই প্রকল্পের সুবিধা পাবেন না।

kejriwal 03700a5f2f

আরও পড়ুন: আজ দুর্যোগ শুধুমাত্র কলকাতায়, কাল থেকে তাণ্ডব শুরু দক্ষিণের ৩ জেলায়: আবহাওয়ার খবর

তবে এছাড়া সকল মহিলারা এই প্রকল্পের জন্য আবেদনযোগ্য। তবে আবেদনকারীকে অবশ্যই দিল্লিতে বসবাসকারী হতে হবে। উপভোক্তার দিল্লির আধার কার্ড ও ভোটার কার্ড থাকা বাধ্যতামূলক। এই প্রকল্পের ফলে প্রতি বছর অতিরিক্ত ৭৬,০০০ কোটি টাকা ব্যয় হবে দিল্লি সরকারের। এমনটাই জানা গিয়েছে।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X