বাংলা হান্ট ডেস্কঃ ‘ভারত জোট’-র পরবর্তী বৈঠক ৩১ ও ১ সেপ্টেম্বর মুম্বইয়ে অনুষ্ঠিত হতে চলেছে। তার আগে, আম আদমি পার্টি (Aam Aadmi Party) তার আহ্বায়ক এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে (Arvind Kejriwal) বিরোধী জোটের প্রধানমন্ত্রীর (Prime Minister) মুখ হিসেবে তুলে ধরার ইচ্ছা প্রকাশ করেছে। আম আদমি পার্টির জাতীয় মুখপাত্র প্রিয়াঙ্কা কক্কর সংবাদ সংস্থা এএনআইকে বলেছেন, “আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন, তাহলে আমি অরবিন্দ কেজরিওয়ালকে প্রধানমন্ত্রী পদের প্রার্থী করতে চাই।”
#WATCH | AAP's Chief National Spokesperson Priyanka Kakkar says, "If you ask me, I would want Arvind Kejriwal to be the Prime Ministerial candidate. Even in such back-breaking inflation, the national capital Delhi has the lowest inflation. There is free water, free education,… pic.twitter.com/vMUquowQU6
— ANI (@ANI) August 30, 2023
AAP মুখপাত্র প্রিয়াঙ্কা কক্কর তার নেতা অরবিন্দ কেজরিওয়ালকে বিরোধী জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী করার পরামর্শ দেওয়ার পিছনে যুক্তিও দিয়েছেন। তিনি বলেছেন, “ এমন কোমর ভাঙা মুদ্রাস্ফীতির মধ্যেও সর্বনিম্ন মুদ্রাস্ফীতি রয়েছে রাজধানী দিল্লিতে। এখানে বিনামূল্যে জল, বিনামূল্যে শিক্ষা। বিনামূল্যে বিদ্যুৎ, মহিলাদের জন্য বিনামূল্যে বাস ভ্রমণ, বয়স্কদের জন্য বিনামূল্যে তীর্থযাত্রার ব্যবস্থা রয়েছে। তারপরও উদ্বৃত্ত বাজেট পেশ করা হয়েছে। তিনি জনগণের সমস্যা তুলে ধরেন এবং ক্ষমতাসীন দলের কাছে চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছেন।”
৩১ আগস্ট, ভারত জোটের সমস্ত নেতা-নেত্রীরা মুম্বই সভায় যোগ দিতে দেশের আর্থিক রাজধানীতে জড়ো হবেন। সন্ধ্যা ছয়টা থেকে সাড়ে ছয়টা পর্যন্ত জোটের সব শরিক দলের প্রতিনিধিদের স্বাগত জানানো হবে। এরপর অনানুষ্ঠানিক বৈঠক হবে। রাত আটটায় নৈশভোজের আয়োজন করা হয়েছে, যার আয়োজক হবেন শিবসেনা ইউবিটির সভাপতি উদ্ধব ঠাকরে। পরদিন অর্থাৎ ১ সেপ্টেম্বর আনুষ্ঠানিক বৈঠক হবে, যেখানে জোটের লোগো প্রকাশ করা হবে। এটাও আশা করা হচ্ছে যে আরও কিছু আঞ্চলিক রাজনৈতিক দল মুম্বাইতে ২৬-দলীয় বিরোধী জোটে যোগ দেবে।
বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, যিনি ক্ষমতাসীন বিজেপির বিরোধী বিভিন্ন দলকে একত্রিত করতে মুখ্য ভূমিকা পালন করেছিলেন। তিনি রবিবার বলেছেন, “আমরা মুম্বাইতে আসন্ন বৈঠকে আগামী বছরের সাধারণ নির্বাচনের জন্য ইন্ডিয়া জোটের কৌশল নিয়ে আলোচনা করব। সেখানে আসন ভাগাভাগির মতো বিষয়গুলি নিয়ে আলোচনা করা হবে এবং অন্যান্য অনেক এজেন্ডা চূড়ান্ত করা হবে।” তিনি বলেন। আরও কয়েকটি রাজনৈতিক দল আমাদের জোটে যোগ দেবে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে আমি সর্বোচ্চ সংখ্যক দলকে একত্রিত করতে চাই। সেই জন্যই কাজ করছি। আর আমি নিজের জন্য কোনও পদ চাই না।
বলে দিই, বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসও তাদের সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করার সংকল্প নিয়েছে। এদিকে কংগ্রেসও মোটামুটি জানিয়ে দিয়েছে যে, মোদীর বিরুদ্ধে একমাত্র রাহুল গান্ধীই মুখ হবেন। ভারত জোটের বড়বড় দলগুলি সবাই নিজেদের নেতাকে প্রধান মুখ করতে চাইছে। এদিকে AAP, কংগ্রেস এখন জাতীয় রাজনীতিতে বেশ শক্তিশালী দল। তাই তৃণমূলের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে প্রধানমন্ত্রী বানানোর স্বপ্ন অধরাই থেকে যেতে পারে।