ভাগ্যবতী স্ত্রীর সুফল পেলেন অরবিন্দ কেজরিওয়াল: পত্নীর জন্মদিনের দিনেই পেলেন নির্বাচনে জয়

Published On:

সকাল ১১ টা অবধি দেখা ট্রেন্ড অনুযায়ী দিল্লির ক্ষমতাসীন দল আম আদমি পার্টি ৫২টি আসনে এগিয়ে আছে। আর সেই জায়গায় দাড়িয়ে বিজেপি মাত্র ১৮টি আসনে এগিয়ে আছে, এক কথায় বলা যেতে পারে হাওয়া কোনদিকে এগোচ্ছে তা কিছুটা হলেও বোঝা গেছিলো ভোটগণনা শুরুর আধঘণ্টা পর থেকে পরিস্থিতি যেদিকে এগোচ্ছিলো , তাতে আরামসে হ্যাটট্রিক পুরণের পথে এগোচ্ছে আম আদমি পার্টি।

আর আপের পাল্লা ভারি হওয়ায় সকাল থেকে মন্দির যেতে শুরু করেন আপের নেতারা।  উত্‍‌সবের মেজাজে মেতেছেন আপ কর্মী-সমর্থকরা এবার ভোটে জয়লাভ করলে তারা ক্ষমতায় আসবে আরো একবার , এর আগে দুবার ক্ষমতায় এসে গেছেন তারা । আর আজ আম আদমি পার্টির জয়লাভ করার সম্ভবনার পাশাপাশি আরেকটি খুশির দিন। আজ ৫৪ বছরে পা দিয়েছেন কেজরিবালের অর্ধাঙ্গিনী সুনীতা কেজরিওয়াল।

 

ভোটের আগে সুনীতা কেজরিওয়াল  তার স্বামি কেজরির জন্য দিন-রাত এক করে প্রচার চালিয়ে গিয়েছেন এবং দরজায় দরজায় গিয়ে ভোটপ্রার্থনা করেছেন। এবার দেখার কথা তা বস্তবে কি দাঁড়ায়।েইবার ভোটদানের পর একটি পারিবারিক ফোটো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন সুনীতা জানিয়েছিলেন এ বার তাঁর ছেলে প্রথমবার ভোট দিয়েছেন। সুনীতা কেজরিওয়ালের জন্মদিন উপলক্ষে এদিন অনেকেই তাকে শুভেচ্ছা জানান । তাদের মধ্যে কেউ বলেন আমাদের নায়কের শক্তি আপনিই, প্রাউড অফ ইঊ ।

আবার কেউ বলেন জন্মদিনের পালন করার জন্য এমন একটা দিন সবথেকে সুন্দর। আর তার থেকে বড় কথা, সবার কাছে এইদিন ভোটের রেসাল্টের পাশাপাশি সুন্দর বিষয়টি হল অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রীর জন্মদিন। কেজরিওয়াল রাজনীতিতে যোগ দেওয়ার আগে স্বামী-স্ত্রী দুজনেই দেশের রাজস্ব দফতরের অফিসার ছিলেন। তাদের মধ্যে সম্পর্ক বেশ সুন্দর। ভোটের আগে সুনীতা যে সবরকমভাবে স্বামীকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, তা প্রত্যক্ষ করেছে  দেশের আম জনতা। আর তার মধ্যেই এবার দেখার আপ এর প্রভাব কি ভাবে পড়বে ।

X