রাতে ঘুম আসত না, শুরু করেন গাঁজা সেবন, NCB-র কাছে নিজেই স্বীকার করেছিলেন ‘ক্লিন চিট’ পাওয়া আরিয়ান

বাংলাহান্ট ডেস্ক: আরিয়ান খান (Aryan Khan) নির্দোষ। মাদক মামলায় (Drug Case) তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগই আনা সম্ভব নয়। কারণ কোনো মাদক উদ্ধার হয়নি শাহরুখ (Shahrukh Khan) পুত্রের কাছ থেকে। এমনটাই জানিয়ে সম্প্রতি ক্লিন চিট দেওয়া হয়েছে আরিয়ানকে। আর এরপরেই প্রকাশ‍্যে এসেছে NCB কে দেওয়া তাঁর বয়ানের কিছু অংশ।

গত বছর অক্টোবর মাসে মুম্বই থেকে গোয়া গামী বিলাসবহুল কর্ডেলিয়া ক্রুজ থেকে হাতেনাতে ধরা হয়েছিল আরিয়ান সহ তাঁর আরো কয়েকজন বন্ধুবান্ধবদের। মাদক সেবনের অভিযোগে জেলও খেটেছিলেন শাহরুখ তনয়। এখন তিনি বেকসুর খালাস পেয়েছেন বটে, নারকোটাকস কন্ট্রোল ব‍্যুরোর তরফেও জানানো হয়েছে আরিয়ানের কাছে কোনো মাদক পাওয়া যায়নি। তবে বয়ানে তিনি নিজেই স্বীকার করেছিলেন মাদক সেবনের কথা‌।

Aryan Khan
এনডিপিএস আইনের সেকশন ৬৭ এর আওতায় NCB আধিকারিক আশিস রঞ্জনের কাছে এই বয়ানটি দিয়েছিলেন আরিয়ান। তিনি ক্লিন চিট পাওয়ার পরপরই প্রকাশ‍্যে আসে সেই বয়ান, যেখানে আরিয়ান স্বীকার করেছিলেন যে তিনি ২০১৮ সাল থেকে গাঁজা সেবন করছেন।

স্নাতক পড়ার সময় থেকেই মাদক সেবন শুরু করেছিলেন আরিয়ান। তিনি জানিয়েছিলেন, সে সময়ে তাঁর রাতে ঘুমাতে সমস‍্যা হত। তিনি পড়েছিলেন যে গাঁজা সেবন করলে সমস‍্যা থেকে রেহাই পাওয়া যায়। তবে পরবর্তীকালে তিনি যে আসক্ত হয়ে পড়তে পারেন সেটা বুঝতে পারেননি আরিয়ান।

তিনি আরো জানিয়েছিলেন, মাদক মামলায় আরেক অভিযুক্ত আরবাজ মার্চেন্টের সঙ্গে গত সাত-আট বছর ধরে বন্ধুত্ব রয়েছে তাঁর। তিনিও গাঁজা এবং চরস সেবন করতেন। মাঝে মাঝে তিনি নিজেও চরস সেবন করার চেষ্টা করেছিলেন বলেও জানিয়েছিলেন আরিয়ান। তবে তেমন সুখ পাননি।

Aryan Khan srk
বিতর্কিত ক্রুজে যাওয়ার সময়ে আরবাজই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি চরস আনবেন। তবে আরিয়ানেল কাছে কিছুই ছিল না। ক্রুজে পা রাখার আগেই তাঁর সাক্ষাৎ হয় তৎকালীন NCB র জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ের সঙ্গে। একপ্রস্থ তল্লাশির মধ‍্যে দিয়েও যান তাঁরা। কিন্তু আরিয়ানের কাছে কিছুই পাওয়া যায়নি তখন।

যদিও আরিয়ান স্বীকার করেছিলেন যে তিনি কোনৈ রকম বেআইনি মাদক সেবন করেন না, শুধু গাঁজা ছাড়া। আরবাজও চরসের পুরিয়াটি তুলে দিয়েছিলেন NCB আধিকারিকদের হাতে। হোয়াটসঅ্যাপে মাদক নিয়ে আলোচনা করার কথাও স্বীকার করেছিলেন আরিয়ান। তারপরেই গ্রেফতার করা হয় তাঁকে।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর