বাংলাহান্ট ডেস্ক: বলিউডের কিং খান তিনি। দেশে বিদেশে ছড়িয়ে তাঁর অগুন্তি ভক্ত। অথচ নিজের ছেলের সঙ্গেই কথা বলার সময় নেই শাহরুখ খানের (shahrukh khan)! NCB র জেরায় নাকি এমনটাই দাবি করেছেন আরিয়ান খান (aryan khan)। ব্যস্ত বাবার সঙ্গে দু মিনিট কথা বলতেও নাকি অ্যাপয়েন্টমেন্ট নিতে হত আরিয়ানকে।
তারকা পুত্রের এমন বক্তব্য নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে নেটমাধ্যমে। আরিয়ানের এই দুর্মতির জন্য বাবা মাকেই দায়ী করছেন নেটিজেনদের একটা বড় অংশ। তাদের অভিযোগ, শাহরুখ গৌরি সন্তানকে ঠিকমতো মানুষই করতে পারেননি। কাজের ব্যস্ততায় যে নিজের সন্তানকে একটু সময়ও দিতে পারে না সে কেমন বাবা? শাহরুখের উপর খাপ্পা হয়েছেন নেটনাগরিকরা। অনেকে দাবি করেছেন, বাবা মায়ের অবহেলার জন্যই নেশার রাস্তা বেছে নিয়েছে আরিয়ান। কিন্তু অভিনেতার ঘনিষ্ঠজনেরা এ অভিযোগ উড়িয়ে দিয়েছেন।
ছেলে গ্রেফতার হওয়ার পর থেকে অবশ্য চোখে ঘুম নেই শাহরুখের। আরিয়ানের দ্রুত জামিনের দুঁদে আইনজীবী সতীশ মানশিন্ডেকে নিয়োগ করেছেন। আরিয়ান গ্রেফতার হওয়ার পর যেটুকু সময় তাঁকে দেখতেন পেয়েছেন, বাবাকে দেখেই নাকি কান্নায় ভেঙে পড়েন আরিয়ান। NCB র তরফে জানা গিয়েছে, নিজের কৃতকর্মের জন্য নাকি অনুশোচনা করছেন শাহরুখ পুত্র।
গত শনিবার রাত থেকে NCB হেফাজতে রয়েছেন শাহরুখ পুত্র। মাঝে মাঝেই চলছে জিজ্ঞাসাবাদ। সেখানে অন্যান্য অভিযুক্তদের মতোই ব্যবস্থাপনা পাচ্ছেন আরিয়ান। কিং খানের ছেলে বলে যে বিশেষ কোনো সুযোগ সুবিধা রয়েছে তাঁর জন্য এমনটা কিন্তু একেবারেই নয়। বাড়ি থেকে খাবার আনানোর জন্য আদালতের বিশেষ অনুমতি চাই।
তা এখনো মেলেনি। অগত্যা NCB র মেসে তৈরি খাবারই বরাদ্দ রয়েছে আরিয়ানের জন্য। তাঁর সঙ্গে মাদক কাণ্ডে ধৃত আরবাজ শেঠ মার্চেন্ট এবং মুনমুন ধামেচাও রয়েছেন NCB হেফাজতেই। জানা যাচ্ছে, শনিবার জেরার সময় স্থানীয় দোকানের লুচি তরকারি আর বিরিয়ানি খেতে দেওয়া হয়েছিল আরিয়ানকে। ৭ অক্টোবর ফের আদালতে তোলা হবে অভিযুক্তদের।