জেলের খাবার মুখে রুচছে না তারকা-পুত্রের, নিরাপত্তা বাড়িয়ে বিশেষ ব‍্যারাকে সরানো হল আরিয়ানকে

বাংলাহান্ট ডেস্ক: NCB র হেফাজত ছেড়ে বেশ কিছুদিন আগেই জেল হেফাজতে নেওয়া হয়েছে শাহরুখ খান পুত্র আরিয়ান খানকে (aryan khan)। এই মুহূর্তে আর্থার রোড জেলে রয়েছেন তিনি। করোনা পরিস্থিতির কারণে মেডিক‍্যাল পরীক্ষার পর কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল আরিয়ান সহ বাকি অভিযুক্তদের। তারপর করোনা রিপোর্ট নেগেটিভ আসার পরেই অন‍্যান‍্য কয়েদিদের সঙ্গে রাখা হয় তাঁকে।

তবে সম্প্রতি শোনা যাচ্ছে, নিরাপত্তা বাড়ানো হয়েছে কিং খান পুত্রের। সাধারন সেল থেকে সরিয়ে স্পেশ‍্যাল ব‍্যারাকে রাখা হয়েছে তাঁকে। জেল আধিকারিকরা নাকি নজরে রেখেছেন তাঁকে। অন‍্যান‍্য অভিযুক্তদের সঙ্গে কোনো রকম কথাবার্তাও বলছেন না আরিয়ান। এর আগেই জানা গিয়েছিল জেলের খাবার খেতে পারছেন না তারকা সন্তান। শুধু মাত্র বিস্কুট আর জল খেয়ে থাকছেন তিনি। তাঁর স্বাস্থ‍্য নিয়ে চিন্তায় পড়েছেন আধিকারিকরা।

srk aryan khan
দিন কয়েক আগেই জেলবন্দি ছেলেকে ৪৫০০ টাকা মানি অর্ডার পাঠিয়েছিলেন শাহরুখ গৌরি। বাড়ির তৈরি খাবার আরিয়ানের কাছে পৌঁছানোর অনুমতি নেই। তাই জেলের ক‍্যান্টিন থেকেই খাবার কিনে খেতে হবে তাঁকে। করোনাকালে কারোরই পরিবারের সঙ্গে দেখা করার অনুমতি নেই। তাই মাসে দু তিনবার পরিবারের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারেন জেলবন্দিরা।

সূত্রের খবর, আরিয়ানও সুযোগ পেয়েছিলেন বাবা মায়ের সঙ্গে ভিডিও কলে কথা বলার। মাত্র ১০ মিনিট সময় দেওয়া হয়েছিল তাঁকে। জেলের এক সিনিয়র আধিকারিক সংবাদ মাধ‍্যমকে জানিয়েছেন, মা গৌরি খানের নম্বর দিয়েছিলেন আরিয়ান। সেই নম্বরেই দশ মিনিট ভিডিও কলে কথা বলেছেন তিনি বাবা মায়ের সঙ্গে। কথা বলতে বলতে নাকি কান্নায় ভেঙে পড়েন শাহরুখ পুত্র।

শোনা যাচ্ছে, গৌরিও নাকি মানত করেছেন যতদিন না আরিয়ান জেল থেকে ছাড়া পেয়ে বাড়িতে ফেরত আসছে ততদিন তিনি কোনো মিষ্টি মুখে তুলবেন না। এই পুজোর সময়টাতেও কোনো মিষ্টি খাননি গৌরি। ছেলের জন‍্য এমনি কঠিন মানত রেখেছেন তিনি।

Niranjana Nag

সম্পর্কিত খবর