বাংলাহান্ট ডেস্ক : গরু পাচার কাণ্ডে ধৃত অনুব্রত মণ্ডলকে ঘিরে চলছে রাজনৈতিক উত্তেজনা। কিছুদিন আগেই এই মামলার বিচারককে হুমকি দেওয়ার ঘটনা সামনে আসে। অনুব্রত মণ্ডলকে জামিন না দিলে বিচারককে পরিবারসহ মিথ্যা মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি চাঞ্চল্য ফেলে দিয়েছিল রাজ্য রাজনীতিতে।
এবার বিচারকের নিরাপত্তার স্বার্থে আইনজীবীদের একাংশ দাবি করলেন অনুব্রত মামলা অন্য রাজ্যে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য। অনুব্রত মণ্ডলের মামলাটি ভিন রাজ্যে স্থানান্তরিত করার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে চিঠি দিলেন আইনজীবীরা। এখন অপেক্ষা শীর্ষ আদালতে আদেশের। সুপ্রিম কোর্টের আদেশ আসলেই বোঝা যাবে অনুব্রত মামলা ঠিক কোন জায়গা থেকে বিচার হবে।
আসানসোলের সিবিআই এর বিশেষ আদালতে চলছে গরু পাচারকাণ্ডে ধৃত অনুব্রত মণ্ডলের মামলাটি। এই মামলায় একাধিকবার অনুব্রত মণ্ডলের জামিনের আর্জি খারিজ করেছেন বিচারক। বর্তমানে অনুব্রত মণ্ডলের ঠাঁই হয়েছে আসানসোলের সংশোধনাগারে। এই ঘটনার মধ্যেই গত ২০ আগস্ট একটি হুমকি চিঠি পান অনুব্রত মামলার বিচারপতি রাজেশ চক্রবর্তী।
একটি হুমকি চিঠি পাঠিয়ে বিচারপতিকে বলা হয়, গরু পাচার কাণ্ডে ধৃত অনুব্রত মণ্ডলের জামিনের আর্জি দ্রুত মনোনীত করতে হবে। নতুবা মিথ্যা মাদক মামলায় পরিবারসহ ফাঁসিয়ে দেওয়া হবে বিচারপতিকে। এই ধরনের হুমকি চিঠি কে বা কারা পাঠালো সেই নিয়ে তদন্ত চলছে। এরই মধ্যে আইনজীবীদের একাংশ অনুব্রত মামলা ভিন রাজ্যের সরিয়ে নিয়ে যাওয়ার আবেদন এক নতুন মাত্রা যোগ করল।