কেন্দ্র থেকে বিজেপি সরতেই মোদী সরকারের সমস্ত আইন বাতিল করা হবে, প্রতিশ্রুতি মমতার

বাংলাহান্ট ডেস্কঃ বিজেপি (bjp) কেন্দ্র থেকে সরে গেলেই, মোদী সরকারের তৈরি করা সব দানবীয় আইন বদল করা হবে- মুম্বইয়ে বসে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাণিজ্যনগরীর চৌহান সেন্টারে নাগরিক সমাজের মুখোমুখি হয়ে এমনই বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী।

বাংলার বিধানসভা নির্বাচনে জয়লাভের পর থেকে দেশের মধ্যে মোদী বিরোধী প্রধান মুখ হিসেবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বহুবার সামনে উঠে এসেছে। আর অন্যদিকে তৃণমূলও দিল্লী জয়ের লক্ষ্যে এগিয়ে চলেছে। সবুজ আভা ছড়িয়ে দিতে চাইছে গোটা দেশে। তবে এখনই প্রধানমন্ত্রীর আসনে বসার ইচ্ছা প্রকাশ না করলেও, কেন্দ্র থেকে বিজেপিকে সরানোর ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

768 512 13785828 thumbnail 3x2 mamata aspera

এদিন মুম্বাইয়ের চৌহান সেন্টারে শিল্পীদের সঙ্গে কথাবার্তার সময় প্রথমে মারাঠিতে কথা বললেও, পরবর্তীতে বাংলায় কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘সময় খুবই অল্প, তাই আমি বেশি কথা বলব না। আপনাদের সকলকে হার্দিক শুভেচ্ছা জানাচ্ছি। মানুষের সঙ্গে কথা বলতে আমার খুবই ভালো লাগে’।

মুখ্যমন্ত্রী এদিন বিজেপিকে হঠানোর প্রসঙ্গ তুলে ‘বিজেপি হঠাও, দেশ বাঁচাও’ শ্লোগান দিয়ে বলেন, ‘সামনেই উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচন। আর তাই শীতকালীন অধিবেশনে কৃষি আইন বাতিল করল কেন্দ্র সরকার। বিরোধীদের সামনে এখনই নিজের কৌশল স্পষ্ট করা যাবে না। নিরন্তর প্রচেষ্টা প্রয়োজন রাজনীতিতে। বেশিরভাগ সময় বিদেশে থাকতে পারেন না আপনি’।

এদিনের এই সভায় উপস্থিত ছিলেন মুম্বাইয়ের বিশিষ্ট জনেরা। অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসার পাশাপাশি সঞ্চালনার দায়িত্বে ছিলেন গীতিকার জাভেদ আখতার। এছাড়াও উপস্থিত ছিলেন মেধা পাটকর, স্বরা ভাস্কর, মহেশ ভাটও।

Smita Hari

সম্পর্কিত খবর