বাংলা হান্ট ডেস্ক: সম্প্রতি গ্রাহকদের জন্য নতুন একটি পরিষেবা শুরু করেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB)। ইতিমধ্যেই একটি বিশেষ ধরনের অ্যাকাউন্ট চালু করা হয়েছে ব্যাঙ্কের তরফে। ওই অ্যাকাউন্টটির নাম দেওয়া হয়েছে “PNB MySalary”। যার সাহায্যে গ্রাহকেরা ২০ লক্ষ টাকার একটি বিরাট সুবিধা খুব সহজেই পেতে পারেন।
তবে, এই অ্যাকাউন্টটির সুবিধা উপলব্ধ করতে কিছু বিশেষ শর্তও মাথায় রাখতে হবে গ্রাহকদের। মূলত যাঁরা নিজেদের স্যালারি সুষ্ঠভাবে ম্যানেজ করতে চান তাঁরা এই ব্যাঙ্কে তাঁদের স্যালারি অ্যাকাউন্ট খুলতে পারেন। পাশাপাশি, এই ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খুললেই ব্যক্তিগত দুর্ঘটনা বিমার সুবিধা ছাড়াও পাওয়া যাবে ওভারড্রাফটের সুবিধাও।
এর জন্য সবার প্রথমে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে একটি স্যালারি অ্যাকাউন্ট খুলতে হবে গ্রাহকদের। যেখানে এই ব্যাঙ্ক, স্যালারি অ্যাকাউন্ট হোল্ডারদের ইনস্যুরেন্স কভার সহ একাধিক সুবিধা প্রদান করছে। সবচেয়ে বড় কথা হল এর সাহায্যে PNB জিরো ব্যাল্যান্স এবং জিরো কোয়াটারলি এভারেজ সুবিধার সঙ্গে সঙ্গে ২০ লক্ষ টাকার পার্সোনাল অ্যাক্সিডেন্ট কভারও প্রদান করছে।
অর্থাৎ, ২০ লক্ষ টাকার এই সুবিধা পাওয়া যাবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের স্যালারি অ্যাকাউন্টেই। এদিকে, ব্যাঙ্কের নিরিখে স্যালারি অ্যাকাউন্টকে মূলত চারটি ভাগে বিভক্ত করা হয়েছে। সেগুলি হল:
সিলভার ক্যাটাগরি: এক্ষেত্রে যাদের বেতন মাসে ১০ হাজার টাকা থেকে ২৫ হাজার টাকার মধ্যে রয়েছে তাঁরাই এই ক্যাটাগরিতে রয়েছেন।
গোল্ড ক্যাটাগরি: এই ক্যাটাগরিতে যাদের মাসিক বেতন ২৫,০০১ টাকা থেকে ৭৫,০০০ টাকার মধ্যে থাকে তাঁরা রয়েছেন।
প্রিমিয়াম ক্যাটাগরি: যাদের মাসিক বেতন ৭৫০০১ টাকা থেকে ১৫০০০০ টাকার মধ্যে থাকে তাঁরা এই ক্যাটাগরির অন্তর্ভুক্ত।
প্ল্যাটিনাম ক্যাটাগরি: প্রতি মাসে যারা ১৫০০০১ টাকার বেশি স্যালারি পান, তাঁরা এই ক্যাটাগরিতে রয়েছেন।
প্রসঙ্গত উল্লেখ্য, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সমস্ত সুবিধা সম্পর্কে জানতে এবং এই ব্যাঙ্কের স্যালারি অ্যাকাউন্ট সম্পর্কে জানার জন্য গ্রাহকরা https://www.pnbindia.in/salary saving products.html এই লিঙ্কে ক্লিক করলেই বিস্তারিত জানতে পারবেন। এছাড়াও জানিয়ে রাখি, PNB-র তরফে গ্রাহকদের ওভারড্রাফটের সুবিধা প্রদান করা হয়।
জানা গিয়েছে যে, সিলভার ক্যাটাগরির গ্রাহকদের ৫০,০০০ টাকার ওভারড্রাফটের সুবিধা দেওয়া হবে। পাশাপাশি, গোল্ড ক্যাটাগরির গ্রাহকরা ১৫,০০০ টাকার ওভারড্রাফটের সুবিধা পাবেন। এছাড়াও, প্রিমিয়াম ক্যাটাগরির গ্রাহকদের ২,২৫,০০০ টাকার ওভারড্রাফটের সুবিধা এবং প্ল্যাটিনাম ক্যাটাগরির গ্রাহকদের ৩,০০,০০০ টাকার ওভারড্রাফটের সুবিধা দেওয়া হবে ব্যাঙ্কের তরফে।