রাস্তার কুকুরের সম্মান আছে কিন্তু মুসলমানের নেই, খোলা জেলে রয়েছি আমরা: আসাদউদ্দিন ওয়াইসি

বাংলাহান্ট ডেস্ক : অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলেমিন (All India Majlis-e-Ittehadul Muslimeen) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি (Asaduddin Owaisi) আবারও মুসলিমদের নিয়ে কেন্দ্রীয় সরকারকে নিশানা করেছেন। তিনি বলেন, যেসব রাজ্যে বিজেপি ক্ষমতায় রয়েছে, সেখানে মুসলমানরা খোলা জেলে জীবন কাটাচ্ছে। ওয়াইসি বলেন, ‘দেখুন দেশে কী হচ্ছে। উত্তরপ্রদেশে কী হচ্ছে? যেখানেই বিজেপির সরকার আছে সেখানে মুসলমানরা খোলা জেলে জীবন কাটাচ্ছে।মাদ্রাসাগুলো ভেঙে ফেলা হচ্ছে।’

ওয়াইসির বক্তব্য, ‘গুজরাটে কী হয়েছে বলুন। বলা হচ্ছে, মুসলমানরা ডান্ডিয়ায় পাথর ছুড়েছে। পুলিশ এক মুসলিম যুবককে ধরে রাস্তার মাঝখানে নিয়ে আসল। সেখানে ৩০০-৪০০ লোক দাঁড়িয়ে ছিল।পুলিশ একজন মুসলমানকে লাঠি দিয়ে মারলে আর সেখানে বসে থাকা লোকজন স্লোগান দিচ্ছিল।ওয়াইসি প্রশ্ন তোলেন, একজন মুসলিমকে রাস্তায় এনে হত্যা করলে তাতে কী বিচার হয়? এটাই কি ভারতের গণতন্ত্র? এটাই কি ভারতের সংবিধান? কোথায় গেল মৌলিক অধিকার, আইন-শৃঙ্খলা ও ধর্মনিরপেক্ষতা?

তিনি বলেন, রাস্তার কুকুরের সম্মান আছে কিন্তু মুসলমানের নেই। মুসলিমদের রাস্তায় এনে মারধর করা হয়। এটা কি আমাদের সম্মান? এটাই কি আমাদের জীবনের মূল্য? এ নিয়ে নীরব কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি? যে রাজ্যে মোদী মুখ্যমন্ত্রী ছিলেন, সেখানে পুলিশ একজন মুসলমানকে রাস্তায় নিয়ে এসে লাঠি দিয়ে পিটিয়েছে এবং সেখানে দাঁড়িয়ে থাকা লোকেরা শিস দিয়ে তা উপভোগ করেছে!’

owaisi as

আসাদউদ্দিন ওয়াইসির প্রশ্ন, ‘আমি জিজ্ঞাসা করি আদালত কিসের জন্য? পুলিশ কি জন্য? সেগুলো বন্ধ করে দিন। নির্বাচন এলে লোকে বলবে ওয়াইসিকে ভোট দিও না, কিন্তু আমি অসহায়দের কাছ থেকে সরে যাব না। যে নির্যাতিত হবে তার পাশে থাকব। আমি রক্তপিপাসুদের সমর্থন করতে পারি না। যতদিন আমার জীবন আছে, আমি লড়াই চালিয়ে যাব।’

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর