হেরে যাওয়া আসন জিততে ঘুঁটি সাজালো নমো, এবার পথে নামছেন খোদ মোদী

বাংলা হান্ট ডেস্কঃ আসন্ন লোকসভা নির্বাচন। তার পূর্বে সর্বশক্তি দিয়ে ঝাঁপাতে প্রস্তুত কেন্দ্র এবং বিরোধী দুই পক্ষই। একদিকে যখন তৃতীয়বারের মতো দেশের ক্ষমতায় বসতে মরিয়া ভারতীয় জনতা পার্টি (Bharatiya Janata Party), আবার অপরদিকে কংগ্রেসসহ অন্যান্য একাধিক আঞ্চলিক দলগুলি ক্রমাগত ঘুঁটি সাজিয়ে চলেছে। এই পরিস্থিতিতে ২০১৯ নির্বাচনে পরাজিত হওয়া আসনগুলিতে নিজেদের ক্ষমতা বিস্তার করতে এবার বিজেপির নয়া পরিকল্পনা, ‘দেশজুড়ে নমো যাত্রা।’

উল্লেখ্য, ২০১৪ হোক কিংবা ২০১৯ লোকসভা নির্বাচন, বিজেপির ক্ষমতায় আসার পেছনে কৃতিত্বের প্রধান দাবিদার যদি কেউ হয়ে থাকেন, তাহলে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর ওপর নির্ভর করেই যে বিজেপি দেশের বুকে ক্ষমতায় বিরাজমান রয়েছে, তা স্বীকার করবে যে কোন বিরোধী দলও। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এবার নরেন্দ্র মোদীকেই মুখ করতে চাইছে বিজেপি।

সূত্রের খবর, বিজেপির প্রভাস যোজনার দ্বিতীয় পর্যায়ে একাধিক পরিকল্পনা নেওয়া হয়ে চলেছে। এ ক্ষেত্রে তাদের প্রধান উদ্দেশ্য হল, ২০১৯ লোকসভা নির্বাচনে পরাজিত হওয়ার মোট ১৪৪ টি আসনে নিজেদের ক্ষমতা বিস্তার করা। এক্ষেত্রে ৪০ টি আসনের প্রতিটি ব্লকে সমাবেশ করার পরিকল্পনা নিয়েছে দল, যার নেতৃত্ব দেবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বিজেপি সূত্রে খবর, ৪০ টি লোকসভা আসনে প্রতিটি ব্লকে বড় সমাবেশ করতে চলেছেন প্রধানমন্ত্রী। এখন প্রশ্ন, বাকি ১০৪ টি আসনে কি পরিকল্পনা নিতে চলেছে বিজেপি? এক্ষেত্রে জেপি নাড্ডা, অমিত শাহর পাশাপাশি অন্যান্য একাধিক নেতা মন্ত্রীরা বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে প্রচার চালাবেন। প্রভাবশালী নেতাদের সঙ্গে বৈঠক করার পাশাপাশি দলের অন্দরে সমস্যার সমাধান করা হতে চলেছে দলের প্রধান লক্ষ্য।

এ ক্ষেত্রে পাঁচটি দফায় কাজ ভাগ করে দেওয়া হয়েছে সকলকে। প্রসঙ্গত, এই পাঁচটি দফা হল, প্রচার কর্মসূচিকে বাস্তবে রূপায়ণ করা, জনমুখী কর্মসূচি আয়োজন, রাজনৈতিক দিক থেকে প্রতিটি ব্যবস্থাপনা দেখা, দলের পরিকল্পনা এবং ভাবমূর্তি মানুষের সামনে তুলে ধরা এবং প্রতিটি কেন্দ্রে কাজ ও কাজ।

Modi 1

উল্লেখ্য, দলের প্রতিটি নেতা মন্ত্রীকে প্রত্যেকের সঙ্গে বৈঠক এবং উৎসব ও মেলায় অংশগ্রহণ করার পাশাপাশি যোগাযোগ বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। ফলে এ সকল পরিকল্পনা অবশেষে বাস্তবে কতখানি রূপায়িত হয়, সেদিকে তাকিয়ে সকলে।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর