কম্বল ঘটনার জের! সাতসকালে চৈতালি তিওয়ারির বাড়িতে পুলিশ, চলছে জিজ্ঞাসাবাদ

বাংলা হান্ট ডেস্কঃ তৃতীয় ডাকে মিলল সাড়া! অবশেষে পুলিশের মুখোমুখি আসানসোলের (Asansol) বিজেপি কাউন্সিলর (BJP Councilor) চৈতালি তিওয়ারি (Chaitali Tiwari)। শনিবার সাতসকালে তাঁর বাড়িতে পৌঁছে যায় আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের দুই এসিপি-সহ মোট সাত পুলিশ আধিকারিক। নিজ বাসভবনেই জিতেন্দ্র পত্নীকে পুলিশি জেরা (Interrogation) শুরু হয়েছে বলে সূত্রের খবর।

প্রসঙ্গত, চলতি মাসে গত ১৪ তারিখ আসানসোলে কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বিজেপি তরফে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সহ আরও অনেক গেরুয়া নেতৃত্ব। তবে সেদিনের দান অনুষ্ঠানে আচমকাই ঘটে ভয়াবহ দুর্ঘটনা। শুভেন্দুর সভা থেকে বেরিয়ে যাওয়ার কিছুক্ষন পরই কম্বল বিতরণকে কেন্দ্র করে শুরু হয় হুড়োহুড়ি। হঠাৎই সেই বিশৃঙ্খলা রূপ নেয় মৃত্যুর। পদপৃষ্ট হয়েছে প্রাণ হারান তিন জন। আহত হন আরও অনেকে। এই ঘটনার পরই নড়েচড়ে বসে রাজ্য পুলিশ প্রশাসন। বিজেপির বিরুদ্ধে অভিযোগ করে রাজ্যের শাসক দল তৃণমূল। বিজেপি নেতাদের বিরুদ্ধে গ্রেফতারের দাবিতেও সরব হন তাঁরা।

উল্লেখ্য, সেদিনের আসানসোলের অনুষ্ঠানের প্রধান আয়োজক ছিলেন বিজেপি কাউন্সিলর তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির (Jitendra Tiwari) স্ত্রী চৈতালি তিওয়ারি। সেইমত প্রাণনাশের ঘটনায় চৈতালির বিরুদ্ধে দায়ের হয় এফআইআর। তবে জিজ্ঞাসাবাদের জন্য বাড়ি গিয়ে তাঁর দেখা না পেয়ে দু’বার খালি হাতে ফিরতে হয় পুলিশকে।

jitendra, chaitali

এরপরই শুক্রবার চৈতালি দেবীকে তৃতীয়বার নোটিস দেয় পুলিশ। সেইমতই আজ নিজ আবাসনে চলছে জিজ্ঞাসাবাদ। অন্যদিকে, ইতিমধ্যেই নিজেদের নিরাপত্তার দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি । সেই মামলায় বৃহস্পতিবার হাই কোর্ট তাঁদের ৩ সপ্তাহের নিরাপত্তা দেয়। হাইকোর্টের রক্ষাকবচও পেয়েছেন চৈতালি। এই সময়ের মধ্যে চৈতালি চাইলে আগাম জামিনের আবেদনও করতে পারেন তিঁনি। তবে তাঁকে পুলিশি তদন্তে পূর্ণ সহযোগিতা করার জন্য নির্দেশ দিয়েছে আদালত। বলা হয়েছে সপ্তাহে দুদিন দু ঘন্টা করে চৈতালিকে জিজ্ঞাসাবাদ করতে পারবেন তদন্তকারী আধিকারিকগণ। সেইমতই আজ চলছে জিজ্ঞাসাবাদ।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর