বাংলা হান্ট ডেস্কঃ অভিনেতা হিসেবে তাঁর প্রথম পরিচয়। এরপর নেতা হিসেবে মানুষের মনে জায়গা করে নিয়েছে শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha)। অটল বিহারী বাজপেয়ীর জমানায় কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন তিনি। এরপর উনিশের লোকসভা নির্বাচনে বিজেপি টিকিট না দেওয়ায় কংগ্রেসের ‘হাত’ ধরেন। বছর তিনেকের মধ্যে ফের দলবদল। তৃণমূলে না লেখান এই প্রবীণ অভিনেতা। এরপর আসানসোল কেন্দ্রে জয়ী হয়ে সংসদে পৌঁছন। চব্বিশের লোকসভা ভোটেও তাঁকে আসানসোল (Asansol) থেকে দাঁড় করিয়েছে জোড়াফুল শিবির।
অভিনেতা হিসেবে প্রথম দেশবাসীর মনে জায়গা করে নিয়েছিলেন শত্রুঘ্ন। তাঁর আইকনিক ‘খামোশ’ সংলাপটি কার না মনে আছে! অনুরাগীদের মধ্যে শত্রুঘ্নের পরিচয় আবার ‘বিহারীবাবু’ নামেই বেশি। বিগত কয়েক দশক ধরে বলিউড (Bollywood) কাঁপানো এই তারকার সম্পত্তির পরিমাণটাও যে তাকলাগানো হবে তা খানিক জানা কথাই। মোট কত সম্পত্তির মালিক তিনি? চলুন দেখে নেওয়া যাক।
২০২২-২৩ অর্থবর্ষে শত্রুঘ্ন সিনহার ১ কোটি ৪০ লক্ষ ৭৯ হাজার ৭০০ টাকা রোজগার করেছিলেন। বার্ষিক আয়ের নিরিখে স্বামীকে কড়া টক্কর দেন শত্রুঘ্ন পত্নী পুনম। ওই একই বছরে তাঁর আয় ছিল ১ কোটি ২১ লক্ষ ৭২ হাজার টাকা। ভোটের আগে তৃণমূল (TMC) প্রার্থীর দেওয়া হলফনামা অনুসারে, সেই সময় তাঁর হাতে নগদ ১ কোটি ৬২ লক্ষ ৯৯০ টাকা ছিল। অন্যদিকে তাঁর স্ত্রীর হাতে ছিল ১ কোটি ১০ লক্ষ ৫৮৭ টাকা।
আরও পড়ুনঃ গরু পাচার কাণ্ডে বহুদিন জেলবন্দি! এবার কী তাহলে কপাল পুড়ল কেষ্টর? বীরভূমে গোপনে যা চলছে…
মুম্বই থেকে শুরু করে আসানসোল, মোট ১৪টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে আসানসোলের বিদায়ী সাংসদের। তাঁর স্ত্রী পুনমেরও একাধিক অ্যাকাউন্ট রয়েছে। সেই সঙ্গেই শেয়ারেও বিনিয়োগ করেছেন মিস্টার অ্যান্ড মিসেস সিনহা। ‘বিহারীবাবু’র নামে মোট ৯৫ লক্ষ ৪৮ হাজার ৭৩৫ টাকার সোনাদানা এবং স্ত্রী পুনমের ৫৪ লক্ষ ৭৮ হাজার ২৮৬ টাকার সোনা রয়েছে। সেই সঙ্গেই এই তারকাজুটির কাছে লক্ষাধিক টাকা বহুমূল্য পাথর রয়েছে। শত্রুগ্নের কাছে ৩৪ লক্ষ ১১ হাজার ৪৭৪ টাকার মূল্যবান পাথর আছে, অন্যদিকে পুনমের কাছে রয়েছে ৮৬ লক্ষ ৯২ হাজার ৩০১ টাকার মূল্যবান পাথর।
আসানসোলের জোড়াফুল প্রার্থীর গ্যারাজে ৫টি গাড়ি সাজানো রয়েছে। ২০০০ সালে একটি অ্যাম্বাস্যাডর কেনেন তিনি। সেই সঙ্গেই তাঁর নামে একটি টয়োটা ইনোভা, মারুতি সিয়াজ, মাহিন্দ্রা স্করপিও এবং টয়োটা ইনোভা ক্রিস্টা রয়েছে। অন্যদিকে শত্রুঘ্ন-পত্নী পুনমের নামে রয়েছে একটি মার্সিডিজ। যার দাম ৪৮ লক্ষ টাকা।
শত্রুঘ্ন হলফনামায় জানিয়েছেন, ২ লক্ষ ৬৭ হাজার টাকার এসি, ৪ লক্ষ ৭৫ হাজার টাকার আসবাবপত্র এবং ৪ লক্ষের সোলার প্যানেল রয়েছে তাঁর। সব কিছু মিলিয়ে, ‘বিহারীবাবু’র অস্থাবর সম্পত্তির পরিমাণ ১০ কোটি ৯৩ লক্ষ ৫২ হাজার ৯৫০ টাকা। অন্যদিকে পুনমের অস্থাবর সম্পত্তির পরিমাণ ১০ কোটি ৪০ লক্ষ ৮৬ হাজার ৯৪৮ টাকা। অন্যদিকে শত্রুঘ্নের নামে থাকা স্থাবর সম্পত্তির পরিমাণটাও বেশ আকর্ষণীয়। মুম্বইয়ের মাধ আইল্যান্ডে একটি জমি রয়েছে তাঁর। বর্তমানে সেটির মূল্য ১০ কোটি ৫০ লক্ষ টাকা। অন্যদিকে তাঁর স্ত্রীয়ের নামে বেশ কয়েকটি জমি আছে। অন্যদিকে জুহুর বুকে শত্রুঘ্নের যে বিলাসবহুল বাড়ি ‘রামায়ণ’ রয়েছে, সেটির বর্তমান মূল্য প্রায় ৮৮ কোটি টাকা। এই বাড়ির ৫০% শেয়ার পুনমের নামে রয়েছে। এটি ছাড়াও আরও ৫টি ফ্ল্যাট রয়েছে তৃণমূল প্রার্থীর।
সব মিলিয়ে, শত্রুঘ্নের মোট স্থাবর সম্পত্তির পরিমাণ ১২২ কোটি টাকা। অন্যদিকে তাঁর স্ত্রী পুনমের স্থাবর সম্পত্তি রয়েছে ৬৭ লক্ষ ১৬ হাজার টাকার। তৃণমূল প্রার্থী নিজের হলফনামায় জানিয়েছেন, কন্যা সোনাক্ষী সিনহার থেকে ১১ কোটি ৫৮ লক্ষ ৮০ হাজার ৩২৪ টাকা ধার নিয়েছেন তিনি। নিজের আয়ের উৎস হিসেবে উল্লেখ করেছেন, সাংসদ পদ থেকে প্রাপ্ত বেতন এবং অভিনয়ের কথা।