বাংলাহান্ট ডেস্ক: আবারো অস্বস্তিকর পরিস্থিতি জনপ্রিয় রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডলের (indian idol) নির্মাতাদের কাছে। বিভিন্ন সময় বহুবার তর্ক উঠেছে রিয়েলিটি শোয়ের স্বচ্ছতা নিয়ে। এই প্রসঙ্গে সম্প্রতি কিশোর কুমার পুত্র অমিত কুমার (amit kumar) বড়সড় বোমা ফাটিয়েছেন। টাকার জন্য শোতে গিয়ে প্রতিযোগীদের মিথ্যে প্রশংসা করতে হয়েছে তাঁকে, এমনি বিষ্ফোরক দাবি করেছেন অমিত গায়ক।
এবার তাঁর সুরেই সুর মেলালেন বর্ষীয়ান গায়িকা আশা ভোঁসলে (asha bhosle)। তাঁর বক্তব্য, “ওদের কাছে গান নেই তাই আমাদের গাওয়া গানই গাইছেন”। কিছুটা কটাক্ষের সুরে তিনি বলেছেন, স্বর্ণ যুগের বহু গানকেই এখন নয়া প্রযুক্তির সাহায্যে ভেঙেচুরে নেচে গেয়ে পরিবেশন করা হচ্ছে। তা তিনি মেনে নিয়েছেন।
আশা আরো বলেন, পুরনো গানকেই এখনো আঁকড়ে বেঁচে থাকতে হচ্ছে এখনকার প্রজন্মের গায়ক গায়িকাদের। এটাই গর্বের ব্যাপার। তাঁর গাওয়া বহু গানই তিনি নিজে ভুলে গিয়েছেন তিনি এখনকার প্রজন্ম মনে রেখে দিয়েছে।
প্রসঙ্গত, সম্প্রতি ইন্ডিয়ান আইডল ১২তে কিশোর কুমার স্পেশাল এপিসোডে অতিথি বিচারক হিসাবে হাজির ছিলেন অমিত কুমার। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা অভিযোগ করেছেন এই এপিসোডটি তাদের পছন্দ হয়নি। প্রতিযোগীদের কণ্ঠে কিশোর কুমারের গান একেবারেই ভাল শোনায়নি। শোয়ের নির্মাতারা ব্যর্থ হয়েছেন কিংবদন্তী গায়ককে শ্রদ্ধার্ঘ দিতে।
এই বিতর্ক আরো উসকে দিয়ে নেটিজেনদের বক্তব্যকেই সমর্থন করেন অমিত কুমার। সম্প্রতি এক সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে এই বিষয়ে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। শোটি যে স্ক্রিপ্টেড তাও ফাঁস করে দিয়েছেন তিনি। সবই পূর্বপরিকল্পিত ছিল। শো শুরুর তাঁকে ভাল মন্দ নির্বিশেষে সব প্রতিযোগীদের প্রশংসা করতে বলা হয়েছিল।
অমিত কুমার বলেন, টাকার প্রয়োজন সবারই আছে। আর টাকার বিনিময়েই ওই শো তে অতিথি বিচারক হিসাবে যেতে রাজি হয়েছিলেন তিনি। তাঁকে যেমনটা বলা হয়েছিল তেমনটাই করেছিলেন তিনি। প্রশংসা সবারই করেছিলেন কিন্তু কয়েক জনের গান শুনে তাঁর ইচ্ছা করছিল শো মাঝপথেই বন্ধ করে দিতে।
এদিনের শো নিয়ে দর্শকদের অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। নেহা কক্কর ও হিমেশ রেশমিয়ার কিশোর কুমারের গান গাওয়া নিয়েও সমালোচনা হয়েছে। তবে অমিত কুমার বলেন, শো, বিচারক ও প্রতিযোগীদের প্রতি তাঁর পূর্ণ শ্রদ্ধা রয়েছে। কিন্তু এমনটা মাঝে মাঝে ঘটেই থাকে।