ন্যুনতম ১৮ হাজার টাকার দাবিতে আজ আন্দোলনে আশা কর্মীরা।

 

 

বাংলা হান্ট ডেস্ক:  নূন্যতম ১৮ হাজার টাকা ভাতা, সরকারি স্বাস্থ্যকর্মীর মর্যাদা দেওয়া,কাজের সময় সুনির্দিষ্ট করা সহ একাধিক দাবিতে আজ সোমবার রানি রাসমণি রোডে অবস্থান-বিক্ষোভে সামিল হচ্ছেন কয়েক হাজার আশাকর্মীরা।  তাদের এই বিক্ষোভে সপ্তাহের প্রথম দিনে যানজটে ভোগান্তিতে পড়তে পারে নিত্যযাত্রীরা।

 

আশা কর্মীদের ইউনিয়নের দাবি, “একাধিক অজস্র সরকারি কর্মসূচি নিখুঁতভাবে রূপায়ণ করা আমাদের কাজ হলেও, খুব কমই ভাতা দেওয়া হয়”।

IMG 20190826 WA0013 1

তাদের অভিযোগ, মাসে মাত্র সাড়ে তিন হাজার টাকা দেওয়া হয়। ইনসেন্টিভ মেলালে বড়জোর সাড়ে পাঁচ হাজার টাকা। যা দিয়ে বর্তমান বাজারে কিছুই হয় না বলে দাবি ইউনিয়নের। এই বিষয়ে সরকারের কাছে বারবার দাবি জানানো হলেও কোনও কাজ হয়নি বলে অভিযোগ জানায় আশা কর্মীরা।

 

সূত্রের খবর, আজ দুপুর ১২টায় সুবোধ মল্লিক স্করে জমায়েত করবেন আশাকর্মীরা। তারপর মিছিল করে দুপুর দেড়টা থেকে দুটো নাগাদ রানি রাসমণি রোডে জমায়েতের ডাক দিয়েছেন তাঁরা। পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই বিষয়ে ডেপুটেশনও দেওয়া হবে বলে আশা কর্মীদের ইউনিয়নের তরফে জানানো হয়েছে।

 

 

 

 

সম্পর্কিত খবর