দুর্নীতির উপর মোদী সরকারের আরও একটি প্রহার, ২২ দুর্নীতিগ্রস্ত অফিসারকে দেখানো হল বাইরের রাস্তা

বাংলা হান্ট ডেস্কঃ দুর্নীতির বিরুদ্ধে মোদী সরকার কড়া পদক্ষেপ নিচ্ছে। আর সেই ক্রমেই কেন্দ্রীয় পরোক্ষ কর এবং কাস্টমস বোর্ড এর ২২ জন অফিসারকে অনিবার্য বসত অবসরে পাঠিয়ে দেওয়া হল। যেই ২২ আধিকারিককে অবসরে পাঠানো হয়েছে, তাঁরা অধ্যক্ষ এবং তাঁর সমকক্ষ পদে ছিলেন। তাঁদের জনহিত মৌলিক নিয়ম অনুযায়ী অবসরে পাঠানো হয়েছে। তাঁদের উপর দুর্নীতি এবং নিয়ম না পালনের গুরতর অভিযোগ আছে। আর সেই কারণেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

৭৩ তম স্বাধীনতা দিবসে লাল কেল্লার প্রাচীর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, প্রসাশনে বর্তমানে কিছু কর্মরত অফিসার সত্যের পথে চলা মানুষদের নিশানা বানিয়ে তাঁদের মৌলিক অধিকার কারার জন্য নিজের ক্ষমতার অপব্যাবহার করে অত্যাধিক এবং অনুচিত পদক্ষেপ নিয়ে করদাতাদের সমস্যা সৃষ্টি করেছে। প্রধানমন্ত্রীর এই ভাষণে তিনি বুঝিয়ে দিয়েছিলেন যে, আগামী দিনে তিনি দুর্নীতিগ্রস্ত অফিসারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবেন। আর এই ভাষণের ১৫ দিনের মধ্যে ২২ জন দুর্নীতিগ্রস্ত অফিসারদের রিটায়ার করা হল।

উনি বলেছিলেন, সম্প্রতি সরকার কয়েকজন দুর্নীতিগ্রস্ত অফিসারকে রিটায়ার করে দিয়েছে। সরকার কোনরকম ভাবেই দুর্নীতি বরদাস্ত করবে না। এর আগে জুন মাসে সরকার ২৭ জন বড় মাপের আমলাদের (যাদের উপরে দুর্নীতির অভিযোগ আছে) তাঁদের অবসরে পাঠিয়ে দিয়েছিল। তাঁদের মধ্যে কেন্দ্রীয় কর বোর্ডের ১২ জন আধিকারিকের নাম আছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর