বাংলা হান্ট ডেস্কঃ বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে করা এক মন্তব্যকে ঘিরে শুরু হওয়া বিতর্কে জড়িয়ে পড়েছেন বিজেপি বিধায়ক অসীম সরকার (Ashim Sarkar)। সেই মন্তব্যের জেরে তাঁর বিরুদ্ধে FIR দায়ের হয়। এবার সেই FIR খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন তিনি। এই মামলার শুনানি শুক্রবার হতে পারে বলে জানা গেছে।
কী মন্তব্য করেছিলেন অসীম সরকার?
ঘটনার সূত্রপাত উত্তর ২৪ পরগনার বেনাপোল সীমান্তে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশ থেকে। ওই সমাবেশে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগ তুলে প্রতিবাদ জানাতে গিয়ে বক্তব্য রাখেন বিজেপি বিধায়ক অসীম সরকার (Ashim Sarkar)। সেই বক্তব্যকে ঘিরেই বিতর্ক শুরু হয়। জানা যায়, মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কোরান নিয়ে সেদিন কুরুচিকর মন্তব্য করেছিলেন অসীম সরকার।
বাংলাদেশ ইস্যুতে হরিণঘাটার সাংসদ তথা বিধায়ক অসীম সরকারের (Ashim Sarkar) ওই মন্তব্যের প্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে কংগ্রেস। পুলিশ সূত্রে জানা যায়, ওই অভিযোগের ভিত্তিতেই বিধায়কের বিরুদ্ধে FIR রুজু হয়েছে। অভিযোগে বলা হয়েছে, তাঁর বক্তব্যে ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে। একই সঙ্গে রাজ্য কংগ্রেস তাঁর বিধায়ক পদ খারিজের দাবিও তোলে।

আরও পড়ুনঃ জল গড়িয়েছিল সুপ্রিম কোর্টে, সেই সোনালির ঘরে সদ্যোজাত, নাম রাখলেন খোদ অভিষেক
কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন অসীম সরকার
এই ঘটনার মধ্যেই অসীম সরকার (Ashim Sarkar) নিজেও নদিয়ার চাকদহ থানায় গিয়ে একটি অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, ওই মন্তব্যের পর থেকে তিনি লাগাতার প্রাণনাশের হুমকি পাচ্ছেন। অভিযুক্তদের দ্রুত চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার আর্জিও জানান বিধায়ক। এই সব ঘটনার প্রেক্ষিতেই এবার FIR খারিজ চেয়ে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন অসীম সরকার।












