ফের নক্ষত্র পতন! না ফেরার দেশে চলে গেলেন উত্তম কুমারের বোন স্বর্ণযুগের শিল্পী অসীমা মুখোপাধ্যায়

বাংলাহান্ট ডেস্ক : কয়েকদিন আগে প্রয়াত হয়েছিলেন ‘চৌরঙ্গী’ ছবির অন্যতম নায়িকা অঞ্জনা ভৌমিক। তার কয়েকদিনের তফাতে প্রয়াত হলেন ‘চৌরঙ্গী’ ছবির সংগীত পরিচালক ও প্রযোজিকা অসীমা মুখোপাধ্যায়। অত্যন্ত প্রতিভাবান ব্যক্তি ছিলেন অসীমা দেবী। সুন্দর গান গাইতে পারতেন। ২০ ফেব্রুয়ারি প্রয়াত হয়েছেন বাংলার স্বর্ণযুগের এই শিল্পী।

নিজের বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেছেন অসীমা দেবী। তাঁর সৃষ্ট ‘বড় একা লাগে এই আঁধারে’ গানটি আজও জনপ্রিয় সবার মধ্যে। অসীমা মুখোপাধ্যায়কে দিদি বলে ডাকতেন মহানায়ক উত্তম কুমার। প্রতিবছর উত্তম কুমারকে ভাইফোঁটাও দিতেন অসীমা দেবী। অভিনেতা পার্থ মুখোপাধ্যায়ের স্ত্রী অসীমা মুখোপাধ্যায়।

আরোও পড়ুন : ‘মতও নেই, অমতও নেই!’ এবার কাঞ্চন-শ্রীময়ীর বিয়ে করতেই বিশেষ মন্তব্য ‘পিঙ্কি’র ঠাকুমা অভিনেত্রী সাবিত্রীর

অসীমা দেবীর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার ভোররাতে প্রয়াত হয়েছেন তিনি। অসীমা দেবী গত কয়েক মাস ধরে অসুস্থ ছিলেন। পারকিনসন্সের সমস্যা ছিল তাঁর। মঙ্গলবার স্বর্ণযুগের এই শিল্পীর মৃত্যু হয়েছে কার্ডিয়াক অ্যারেস্টে। অসীমা মুখোপাধ্যায় একাধারে ছিলেন গায়িকা, সুরকার, প্রযোজক।

আরোও পড়ুন : স্ত্রীকে স্কুটার থেকে নামিয়ে জ্যান্ত পুড়িয়ে দিল স্বামী! কেরলে নৃশংস ঘটনায় শিহরিত গোটা ভারত

উত্তম কুমারের ‘চৌরঙ্গী’, ‘মেমসাহেব’, ‘বাঘবন্দী খেলা’র মতো বিখ্যাত ছবিগুলি প্রযোজনা করেছেন অসীমা মুখোপাধ্যায়। কর্মক্ষেত্র থেকেই উত্তম ও অসীমার সম্পর্ক পৌঁছায় পারিবারিক স্তরে। এক সাক্ষাৎকারে অসীমা মুখোপাধ্যায় জানিয়েছিলেন, উত্তমকুমার-সুপ্রিয়া দেবীর ময়রা স্ট্রিটের বাড়িতে ভাই ফোঁটার সব উপকরণ নিয়ে পৌঁছে যেতেন তিনি।

ashmia mukherjee death 1708402726275 1708402731211

চার বছর এইভাবে ভাই ফোঁটা দিয়েছিলেন অসীমা দেবী। উত্তম কুমার সেই সময় ছিলেন খ্যাতির শিখরে, তবুও ফোঁটা নেওয়ার জন্য শিশুদের মতো ছটফট করতেন। বয়সে বড় হলেও ডাকতেন  ‘অসীমাদি’  বলে।  ‘আমার আমি’ নামের জীবনী বইটি একবার ভাই ফোঁটায় উপহার দিয়েছিলেন অসীমা দেবীকে। তাছাড়া প্রত্যেক বছর দিতেন শাড়ি।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর