‘মতও নেই, অমতও নেই!’ এবার কাঞ্চন-শ্রীময়ীর বিয়ে করতেই বিশেষ মন্তব্য ‘পিঙ্কি’র ঠাকুমা অভিনেত্রী সাবিত্রীর

বাংলাহান্ট ডেস্ক : অতীতে বিভিন্ন কারণে খবরের হেডলাইন্সে এসেছেন অভিনেতা কাঞ্চন মল্লিক। তবে সম্প্রতি কাঞ্চন ও শ্রীময়ীর সম্পর্ক নিয়ে বারবার জল ঘোলা হয়েছে। তবে কাঞ্চন তাঁর দ্বিতীয় স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে ডিভোর্স পাওয়ার পর গত ১৪ই ফেব্রুয়ারি বিয়ে করেছেন শ্রীময়ীকে। কাঞ্চনের তৃতীয় বিয়ে নিয়ে এখন চারদিকে চলছে আলোচনা।

কাঞ্চনের দ্বিতীয় স্ত্রী পিঙ্কি সাবিত্রী চট্টোপাধ্যায়ের নাতনি। প্রাক্তন নাতজামাইয়ের তৃতীয় বিয়ে নিয়ে কী বলছেন সাবিত্রী চট্টোপাধ্যায়? কাঞ্চন মল্লিকের থেকে আলাদা হওয়ার পর পিঙ্কি বন্দ্যোপাধ্যায় ছেলেকে নিয়ে রয়েছেন সাবিত্রী চট্টোপাধ্যায়ের সাথে। কাঞ্চন-শ্রীময়ীর বিয়ের প্রসঙ্গ উঠতেই সাবিত্রী চট্টোপাধ্যায় বললেন, ‘আজ আমার গলার অবস্থা ভালো নয়। তাই বেশি কথা বলতে পারছি না। আমি এই বিয়ের খবর বিশেষ শুনিও নি। তবে বিয়ে নিয়ে আমি বলতে পারি, আমার এই বিয়েতে মতও নেই, অমতও নেই।’

আরোও পড়ুন : অভাবকে নিত্যসঙ্গী করেই টানা তিনবারের লড়াই! বেনজির কীর্তি ফেরিওয়ালার ছেলে IAS অনীলের

নাতনি পিঙ্কির সাথে কাঞ্চনের বিচ্ছেদ প্রসঙ্গে সাবিত্রির মত, ‘সম্পর্ক ভাঙা কি ভালো? যেকোনও সম্পর্ক ভাঙলেই খারাপ লাগে।’ বর্ষীয়ান এই অভিনেত্রী জানান, পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের মন ভালো নেই। বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কথা বলছে। এর কোনও প্রয়োজন নেই। পিঙ্কি বন্দ্যোপাধ্যায় কাঞ্চন মল্লিকের তৃতীয় বিয়ে প্রসঙ্গে মুখ খুলেছেন।

screenshot 2024 02 19 001742 1708345077962 1708345090681

তিনি বলেছেন, ‘যা হয় ভালোর জন্যই হয়। একজন মা কখনও দুর্বল হয় না। সব পরিস্থিতি সামলাতে পারে তারা। আমার ছেলের বাবার বিয়ে ওর উপর কোনও প্রভাব ফেলবে না। কারণ ওর মায়ের নাম পিঙ্কি বন্দ্যোপাধ্যায়।’ কাঞ্চনের সাথে আইনত বিবাহবিচ্ছেদ প্রসঙ্গে বলতে গিয়ে পিঙ্কি জানান, ‘হ্যাঁ। আমাদের বিবাহবিচ্ছেদ হয়েছে। কাজের মধ্যে ডুবে আছি। ভাল আছি।’


Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর