বড় পরিবর্তন KKR-এ! IPL-এর আগেই ছিটকে গেলেন এই প্লেয়ার, দলে “এন্ট্রি” হল বিধ্বংসী বোলারের

বাংলা হান্ট ডেস্ক: এক বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে চলতি বছরের IPL (Indian Premier League) আগামী মাস অর্থাৎ মার্চের শেষে শুরু হতে চলেছে। প্রতিটি মরশুমেই এই T20 টুর্নামেন্টকে ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে আগ্রহ থাকে তুঙ্গে। এমতাবস্থায়, ইতিমধ্যেই দলগুলি তাদের খেলোয়াড়দের চূড়ান্ত করছে। মূলত, যে সমস্ত খেলোয়াড়রা চোট কিংবা অন্য কারণে নিজেদের প্রত্যাহার করে নিচ্ছেন এই টুর্নামেন্ট থেকে তাঁদের জায়গায় নিয়ে আসা হচ্ছে নতুন খেলোয়াড়দের। ঠিক এই আবহেই একটি বড় আপডেট সামনে এসেছে।

এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, শ্রেয়স আইয়ার নেতৃত্বাধীন কলকাতা নাইট রাইডার্স অর্থাৎ KKR দলে বড় পরিবর্তন সম্পন্ন হয়েছে। জানা গিয়েছে যে, ইতিমধ্যেই IPL থেকে ছিটকে গেছেন ইংলিশ ফাস্ট বোলার গাস অ্যাটকিনসন। এমতাবস্থায়, তাঁর পরিবর্তে দলে এসেছেন শ্রীলঙ্কার দুষ্মন্ত চামেরা। গোটা মরশুমের জন্য দুষ্মন্তকে পারিশ্রমিক হিসেবে KKR-এর তরফে ৫০ লক্ষ টাকা দেওয়া হবে।

   

The formidable bowler made his entry to KKR ahead of the IPL

সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, শ্রীলঙ্কার এই ফাস্ট বোলার দুর্দান্ত সুইং এবং সিম মুভমেন্টের মাধ্যমে ব্যাটসম্যানদের সমস্যায় ফেলতে সিদ্ধহস্ত। পাশাপাশি, এর আগে ৩ টি IPL খেলেছেন তিনি। তাঁর IPL কেরিয়ারের দিকে তাকালে দেখা যাবে যে, ২০১৮ সালে তিনি রাজস্থান রয়্যালস এবং তারপরে ২০২১ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সাথে যুক্ত ছিলেন। পরবর্তী মরশুমে অর্থাৎ, ২০২২ সালের IPL-এ দুষ্মন্ত চামেরা লখনউ সুপার জায়ান্টসের হয়ে খেলেছিলেন। সেখানে ১২ ম্যাচে তিনি পেয়ে যান ৯ টি উইকেট। এদিকে, আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে দুষ্মন্ত ৫৫ ম্যাচে নিয়েছেন ৫৫ উইকেট। এমতাবস্থায়, চলতি বছরে KKR দলের সাথে যুক্ত হচ্ছেন তিনি।

আরও পড়ুন: কাঙাল পাকিস্তানের অর্থব্যবস্থার থেকেও বড় হয়ে গেল টাটা গ্রুপ! পরিসংখ্যান দেখে ঘুম উড়েছে পড়শির

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, KKR গাস অ্যাটকিনসনকে ১ কোটি টাকায় দলে নিয়েছিল। এর আগে তিনি কখনও IPL খেলেননি। কিন্তু, এবারেও তিনি খেলবেন না বলে জানা গিয়েছে। তবে, তিনি নাম প্রত্যাহার করেছেন নাকি অন্য কোনো কারণ আছে সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। এদিকে, ইতিমধ্যেই নিজেদের স্কোয়াডে একাধিক নামকরা বিদেশি খেলোয়াড় যুক্ত করেছে কলকাতা নাইট রাইডার্স। সেই তালিকায় সংযোজন হল দুষ্মন্ত চামেরার নামও।

আরও পড়ুন: হাতের মুঠোয় আসবে চাঁদ! চন্দ্রযান ৪-এ ধামাকা করে দেখাবে ISRO, আগের তুলনায় আরও “জটিল” হবে মিশন

একজনরে দেখে নিন KKR-এর স্কোয়াড: শ্রেয়স আইয়ার (অধিনায়ক), জেসন রয়, ভেঙ্কটেশ আইয়ার, রহমানউল্লা গুরবাজ, নীতিশ রানা, রিঙ্কু সিং, মণীশ পাণ্ডে, সুনীল নারিন, অনুকূল রায়, আন্দ্রে রাসেল, হর্ষিত রানা, বৈভব অরোরা, সুয়াশ শর্মা, বরুণ চক্রবর্তী, কেএস ভরত, চেতন সাকারিয়া, মিচেল স্টার্ক, অঙ্গৃশ রঘুবংশী, দুষ্মন্ত চামেরা, সাকিব হোসেন, রমনদীপ সিং, শেরফানে রাদারফোর্ড, মুজিব উর রহমান,

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর