বয়স বাড়লেও মন রসিক, ৬০ বছরে এসে কচি মেয়েকে বিয়ে করলেন আশিষ বিদ্যার্থী

Published On:

বাংলাহান্ট ডেস্ক: প্রেমের ক্ষেত্রে বয়সটা সবসময়ই নগণ্য। প্রায়ই প্রৌঢ় বয়সে এসে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে দেখা যায় তারকাদের। এবার একই কাজ করলেন বলিউডের প্রবীণ অভিনেতা আশিষ বিদ্যার্থী (Ashish Vidyarthi)। ৬০ বছর বয়সে এসে দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে বসলেন তিনি। সিঁদুর তুলে দিলেন ফ্যাশন উদ্যোক্তা রূপালি বড়ুয়ার (Rupali Barua) সিঁথিতে।

এই মুহূর্তে কলকাতায় রয়েছেন আশিষ। শহরেরই এক অভিজাত ক্লাবে বিয়ের আসর বসেছিল বলে খবর। ভাইরাল ছবিতে বরের বেশে দেখা গেল অভিনেতাকে। কেরলের ট্র্যাডিশনাল মুন্ডুতে দেখা গেল তাঁকে। পাশে অসমের সোনালি মেখলা চাদরে দেখা মিলল রূপালির। সঙ্গে পরেছিলেন দক্ষিণ ভারতীয় ডিজাইনে সোনার গয়না।

ashish

তাঁদের বিয়ের খবরে চমকে উঠেছেন আপামর নেটজনতা। জানা গিয়েছে, দুই পরিবার এবং ঘনিষ্ঠ জনদের উপস্থিতিতেই রেজিস্ট্রি বিয়ে সেরেছেন আশিষ রূপালি। সংবাদ মাধ্যমকে প্রবীণ অভিনেতা জানান, ‘জীবনের এই পর্যায়ে এসে রূপালির সঙ্গে বিয়েটা একটা অন্য অনুভূতি দেয়। সকালে কোর্ট ম্যারেজের পর সন্ধ্যায় এক গেট টুগেদারের আয়োজন করেছিলাম আমরা’।

এই নিয়ে দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে বসলেন আশিষ। এর আগে অভিনেত্রী শকুন্তলা বড়ুয়ার কন্যা রাজসী বড়ুয়ার সঙ্গে বৈবাহিক সম্পর্কে ছিলেন তিনি। এক সন্তানও রয়েছে তাঁদের। এবার রূপালির সঙ্গে বিয়ে সারলেন আশিষ বিদ্যার্থী।

গৌহাটির মেয়ে রূপালি একজন ফ্যাশন উদ্যোক্তা। দুজনের কীভাবে পরিচয় হয়েছিল তা অবশ্য খোলসা করেননি আশিষ। অন্যদিকে রূপালি জানান, তাঁদের পরিচয়ের পর বিয়ের পরিকল্পনা হওয়া ইস্তক দুজনেই ঠিক করেছিলেন যে বিয়েতে বেশি আড়ম্বর করবেন না।

প্রসঙ্গত, বলিউডের নামী অভিনেতা হিসেবে পরিচিত আশিষ বিদ্যার্থী। মূলত খল চরিত্রেই বেশি দেখা যায় তাঁকে। জাতীয় পুরস্কারও জিতেছেন অভিনেতা। কলকাতা তাঁর প্রিয় শহরগুলির মধ্যে অন্যতম। মাঝে মধ্যেই শহরে আসতে দেখা যায় তাঁকে।

সম্পর্কিত খবর

X