বাংলা হান্ট ডেস্কঃ দেশে নির্ভয়া কাণ্ডের কথা মনে নেই, এমন দেশবাসী খুঁজে পাওয়া অসম্ভব। নির্ভয়া কাণ্ডের ভয়াবহতা এবং পরবর্তীতে ধর্ষকদের ফাঁসির সাজা বর্তমান সময় দাঁড়িয়েও স্মৃতিতে রয়ে গিয়েছে গোটা দেশবাসীর। আর এবার এ প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করে বসলেন রাজস্থানের (Rajasthan) মুখ্যমন্ত্রী অশোক গেহলট (Ashok Gehlot)। তাঁর দাবি, “নির্ভয়া কাণ্ডে দোষীদের ফাঁসি দেওয়ার কারণে পরবর্তী সময়ে দেশে ধর্ষণের পর নির্যাতিতা খুনের ঘটনা ক্রমশ বেড়ে চলেছে। এই প্রবণতাটি গোটা দেশে ভয়াবহ রূপ নিয়ে চলেছে।”
রাজস্থান মুখ্যমন্ত্রীর এহেন মন্তব্যের পর একাধিক মহলে তার সমালোচনা শুরু হয়ে যায়। অনেকের দাবি, এই মন্তব্য করে তিনি আসলে ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে যে কঠোর আইন আনা হয়েছে, তার বিরুদ্ধতা করছেন। যদিও একটি পক্ষ আবার গেহলটের পাশেই দাঁড়িয়েছে।
রাজস্থানের মুখ্যমন্ত্রীর বিতর্কিত মন্তব্য অবশ্য এ প্রথম নয়, এর আগেও ধর্ষণের সঙ্গে দেশে বেকারত্বের যোগসূত্র বের করেন তিনি। গেহলট জানান, “দেশে যেভাবে একের পর এক ধর্ষণের ঘটনা ক্রমশ সামনে এসে চলেছে, এর অন্যতম প্রধান কারণ হলো বেকারত্ব। দেশের বেকারত্ব বৃদ্ধি পাওয়ার জন্যই ধর্ষণের ঘটনা বেড়ে চলেছে।” পরবর্তীতে অবশ্য তাঁর মন্তব্যের সমালোচনা করে বিজেপির মুখপাত্র শেহজাদ জানান, “রাজস্থানে বেকারত্ব ২০ শতাংশের ওপরে রয়েছে। সেখানে মুখ্যমন্ত্রীর মন্তব্য অনুচিত।”
উল্লেখ্য, সম্প্রতি অশোক গেহলট জানান, “নির্ভয়া কাণ্ডে অভিযুক্তদের ফাঁসি দেওয়ার কারণে বর্তমানে ধর্ষিতাদের খুনের ঘটনা ক্রমশ বেড়ে চলেছে। বর্তমানে অভিযুক্তরা ধরে নিয়েছে যে, যদি ধর্ষণের পর নির্যাতিতাকে ছেড়ে দেওয়া হয়, তাহলে সে সাক্ষী হয়ে দাঁড়াবে এবং পরবর্তীতে তাদের ফাঁসি পর্যন্ত হতে পারে। সেই কারণে দুষ্কর্ম করার পর তাদেরকে হত্যা করাই উচিত বলে মনে করছে অভিযুক্তরা। গোটা দেশ থেকে এ প্রসঙ্গে একাধিক মামলা সামনে উঠে আসছে, যা অত্যন্ত বিপজ্জনক।”
মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের সমালোচনা করে বিজেপি মুখপাত্র জানান, “উনি আসলে ধর্ষণের মত অন্যায়ের প্রতিবাদ করছেন না। ধর্ষণের বিরুদ্ধে যে কঠোর আইন নিয়ে আসা হয়েছে, তার বিরুদ্ধে বক্তব্য রেখেছেন।” প্রসঙ্গত, বিগত বেশ কয়েক বছরে রাজস্থানে ধর্ষণের মামলা বেড়ে চলেছে। ২০২০ সালে রাজ্যে ৫ হাজারের ওপর ধর্ষণের মামলা সামনে আসে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী এহেন বক্তব্য পরবর্তী সময়ে একাধিক বিতর্কের সৃষ্টি করবে বলেই মত বিশেষজ্ঞদের।