সারাদিন যেই আদানির নিন্দা করেন রাহুল গান্ধী, তাঁকেই ভাই বলে ডাকলেন কংগ্রেসের মুখ্যমন্ত্রী

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ গৌতম আদানি (Gautam Adani) থেকে শুরু করে মুকেশ আম্বানিদের (Mukesh Ambani) একাধিক সময় ‘বিজেপির বন্ধু’ এবং অন্যান্য একাধিক ভাবে কটাক্ষ ছুড়ে দিতে দেখা যায় রাহুল গান্ধীসহ (Rahul Gandhi) কংগ্রেসের (Congress) অন্যান্য একাধিক নেতা মন্ত্রীদের। এবার তাদের সেই পদক্ষেপেরই যেন উল্টো পথে হাঁটলেন রাজস্থানের (Rajasthan) কংগ্রেস মুখ্যমন্ত্রী অশোক গেহলট (Ashok Gehlot)।

একই সঙ্গে বিশ্বের ধনী ব্যাবসায়ীদের মধ্যে দ্বিতীয় স্থান পাওয়া গৌতম আদানিকে ‘ভাই’ বলেও সম্বোধন করেন তিনি। তাঁরএই কর্মকাণ্ডকে সূত্র ধরেই কংগ্রেসের উদ্দেশ্যে কটাক্ষ ছুড়ে দিয়েছে পদ্মফুল শিবির।

উল্লেখ্য, অতীতে একাধিক সময়ে মুকেশ আম্বানি এবং গৌতম আদানির মতো দেশের একাধিক ব্যবসায়ী এবং বিনিয়োগকারীদের বিরুদ্ধে আক্রমণ শানাতে দেখা গিয়েছে কংগ্রেস নেতা মন্ত্রীদের। এক্ষেত্রে একপেশে ব্যবসায়ী এবং বিজেপির ‘বন্ধু’-র মত একাধিক সম্মোধন ব্যবহার করে তারা। তবে এদিন স্রোতের বিপরীত পথে হাঁটতে দেখা গিয়েছে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটকে।

প্রসঙ্গত, রাজস্থানে একটি অনুষ্ঠানে যোগদান করার মাধ্যমে রাজ্যে ৬৫ হাজার কোটি টাকা বিনিয়োগের কথা ঘোষণা করেন আদানি। উক্ত মঞ্চ থেকে আবার তাঁকে ভাই বলে সম্বোধন করেন অশোক গেহলট। একই সঙ্গে গুজরাটের প্রশংসা শোনা যায় মুখ্যমন্ত্রীর গলায়। তিনি বলেন, “মহান শিল্পপতি এবং ব্যবসায়ীদের জন্ম দিয়েছে গুজরাট। ধীরুভাই আম্বানি হোক কিংবা গৌতম আদানি, অসংখ্য ব্যবসায়ীরা উঠে এসেছেন গুজরাট থেকে।”

পরবর্তী ক্ষেত্রে গেহলট এবং গৌতম আদানির সখ্যতার ছবি তুলে ধরে কংগ্রেসকে কটাক্ষ ছুড়ে দেয় বিজেপি। তাদের দাবি, “প্রতিপক্ষ যেন আজ বন্ধু হয়ে গিয়েছে। ওরা টাকার আশাতে নিজেদের পথ পরিবর্তন করেছে।” অপরদিকে বিজেপি নেতা অমিত মালব্য টুইট করেন, “গান্ধীদের বিরুদ্ধে অসন্তোষ কেন জন্মে চলেছে, তার প্রমাণ। রাজস্থানের মুখ্যমন্ত্রী গৌতম আদানিকে সম্মেলনে ভাই বলে সম্বোধন করেছেন। ওনাকে আহ্বান জানিয়েছেন। অপরদিকে রাহুল গান্ধী আম্বানি এবং আদানিদের প্রতিনিয়ত নিন্দা করে চলেছেন।”

যদিও বিরোধীদের এই সকল অভিযোগ উড়িয়ে দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেন, “ব্যবসায়ী কিংবা বিনিয়োগকারীদের বিরুদ্ধে আমি কখনোই কথা বলি না। ব্যবসা যদি একচেটিয়া হয়, তবে তা দুর্বল করবে দেশকে। আমি তার বিরুদ্ধে সমালোচনা করি।”

সম্পর্কিত খবর

X