W, W, W! শতরান করা গ্রিনকে আউট করে ভারতকে ম্যাচে ফেরালেন অশ্বিন

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আহমেদাবাদ টেস্টে (Ahmedabad Test) বেকায়দায় ভারতীয় দল (Team India)। ব্যাটিংয়ের জন্য উপযুক্ত পরিবেশ পেয়ে ভারতীয় বোলারদের রীতিমতো শাসন করে রান তুলছে অস্ট্রেলিয়া। গোটা সিরিজের প্রথম তিনটি ম্যাচে একটিও শতরান করতে পারেননি অস্ট্রেলিয়ার কোনও ক্রিকেটার। কিন্তু আহমেদাবাদের টেস্টে ওসমান খাওয়াজা (Usman Khawaja) সহ দুই অস্ট্রেলিয়ান ক্রিকেটার শতরানের গণ্ডি পার করলেন।

গতকালই শতরান করেছিলেন খাওয়াজা। এটি ছিল অজি ওপেনারের কেরিয়ারের ১৪ তম এবং ভারতের বিরুদ্ধে ও ভারতের মাটিতে প্রথম টেস্ট শতরান। আজ সকালে তিনি টপকে গিয়েছেন ১৫০ রানের গণ্ডিও। তবে তার পাশাপাশি চমকে দিয়েছেন ক্যামেরুন গ্রিন (Cameron Green)। সিরিজের প্রথম দুটি টেস্টে তিনি সুযোগ পাননি। তৃতীয় টেস্টে বোলিং বা ব্যাটিং কোনও বিভাগেই সফল হননি এই অলরাউন্ডার।

কিন্তু চতুর্থ এবং আহমেদাবাদ টেস্টে এসে প্রথম ইনিংসে অসাধারণ ব্যাটিং করলেন তিনি। ভারতীয় বোলারদের একাধিকবার বাউন্ডারিতে পাঠিয়ে তুলে নিলেন নিজের প্রথম টেস্ট শতরান। তার এবং খাওয়াজার পার্টনারশিপের কারণে এখন রীতিমতো চালকের আসনে অস্ট্রেলিয়া। ভারতীয় বোলারদের কোন সুযোগ দেননি দুজনেই।

green

কিন্তু ১৩১ তম ওভারে একটু ভুল করলেন গ্রিন। অশ্বিনের (Ravi Ashwin) লেগস্টাম্পের বাইরের ডেলিভারিতে সুইপ মারতে গিয়ে ব্যাটে বল লাগাতে পারেননি তিনি। বলটি তার গ্লাভস ছুঁয়ে ধরা পড়ে শ্রীকর ভারতের দস্তানায়। অবশেষে ভঙ্গ হয় ৫৯.৪ ওভার ধরে চলতে থাকা ২০৮ রানের পার্টনারশিপটি। এরপর ওই ওভারেই অশ্বিন ফের ধাক্কা দেন অস্ট্রেলিয়াকে। অযথা আক্রমণ করতে গিয়ে অক্ষর প্যাটেলের হাতে ক্যাচ দিয়ে নিজের উইকেট ছুঁড়ে আসেন অজি উইকেট রক্ষক অ্যালেক্স ক্যারি।

এর কয়েক ওভার পরেই মিচেল স্টার্ককেও আউট করেন অশ্বিন। অস্ট্রেলিয়ার স্কোর প্রতিবেদনটি লেখার সময় ৩৮৭। ১৬৫ রান করে এখনও ক্রিজে আছেন খাওয়াজা। কিন্তু ৭ উইকেট হারিয়ে ফেলেছে অজিরা।

Reetabrata Deb

সম্পর্কিত খবর