কিংস ইলেভেন পাঞ্জাবের দায়িত্ব ছেড়ে এবার দিল্লি ক্যাপিটালসে ভারতীয় স্পিনার অশ্বিন।

বিগত দুই বছর ধরে আইপিএল ফ্রাঞ্চাইজি কিংস ইলেভেন পাঞ্জাব দলে খেলছেন ভারতীয় দলের স্পিনার রবিচন্দ্রণ অশ্বিন। পাঞ্জাবের অধিনায়কের দায়িত্বে ছিলেন অশ্বিন। কিন্তু অশ্বিনের অধিনায়কত্বে বিশেষ কোনো সাফল্য পায়নি কিংস ইলেভেন পাঞ্জাব অপরদিকে টিম ম্যানেজমেন্ট খুব একটা খুশি হতে পারেনি অশ্বিনের ব্যক্তিগত পারফরম্যান্সেও। তাই বেশ কয়েকদিন আগে থেকেই শোনা গিয়েছিল এবার নুতন মরশুমে অশ্বিনকে ছেড়ে দেবে কিংস ইলেভেন পাঞ্জাব।

2017 এবং 2018 সালের আশ্বিনের অধিনায়কত্বে পয়েন্ট টেবিলের একেবারে নীচের দিকে আইপিএল শেষ হয় কিংস ইলেভেন পাঞ্জাবের। আর তারপর পাঞ্জাবের কর্ণধার প্রীতি জিন্টা সিদ্ধান্ত নিয়ে অশ্বিন কে ছেড়ে দেন। এই অবস্থায় তাকে নিজেদের দলে টেনে নিল দিল্লী ক্যাপিটালস, বেশ কয়েকদিন আগে একটি বৈঠকে এসে দিল্লির মেন্টর সৌরভ গাঙ্গুলি বলেন অশ্বিনকে নিজেদের দলে নিতে তৈরি দিল্লি। আর তারপরের আগামী মরশুমের জন্য অশ্বিনকে দলে নিয়ে নিল দিল্লী ক্যাপিটালস।

IMG 20190905 083238

এখন শুধুমাত্র ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুমোদনের অপেক্ষা তারপরে সরকারিভাবে ঘোষিত হয়ে যাবে আগামী মৌসুমে কে হতে চলেছেন প্রীতি জিন্টার কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক। উল্লেখ্য একাদশতম আইপিএল শেষ হয়ে গেলও এখনো পর্যন্ত পাঞ্জাব কোন ট্রফি জেতেনি। অপরদিকে 2014 সালের পর থেকে আর একবারও প্লে-অফে যাওয়ার জন্য নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারেনি কিংস ইলেভেন পাঞ্জাব।

অশ্বিন পাঞ্জাবের হয়ে মোট 28 টি আইপিএল ম্যাচ খেলে সংগ্রহ করেছে মাত্র 25 টি উইকেট। অপরদিকে ব্যাট হাতেও অসফল তিনি মাত্র 146 রান করেছেন অশ্বিন। এই সকল কারণেই এবার অশ্বিন কে নিজেদের টিম থেকে ছেঁটে ফেলার সিদ্ধান্ত নিল কিংস ইলেভেন পাঞ্জাব।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর