বাংলাহান্ট ডেস্কঃ কর্মরত অবস্থায় পশ্চিম বিহার থানার পালাম এলাকায় টহল দিচ্ছিলেন দিল্লী পুলিশের (delhi police) ASI রাজপাল সিং। ওই এলাকাতেই কর্মরত হওয়ার সঙ্গে সঙ্গে সেখানেই বসবাস করেন তিনি। কিন্তু রাতে টহল দিতে গিয়েই ঘটে যায় বিপত্তি। প্রকাশ্যে মদ্যপান করতে নিষেধ করায়, উলটে তাঁকে ধরেই মারধোর করল চার যুবক।
ঘটানাটি ঘটে শনিবার রাতে পশ্চিম বিহার থানার পালাম এলাকায়। ওই এলাকায় টহল দেওয়ার সময় পেরাগড়ি মেট্রো স্টেশনের কাছে প্রকাশ্যেই একটি গাড়ির ট্রাঙ্কে মদের বোতল এবং গ্লাস রেখে চার যুবককে মদ্যপান করতে দেখেন তিনি। এই দৃশ্য দেখে সেখানে পৌঁছে তাঁদের এভাবে প্রকাশ্যে মদ্যপান করতে নিষেধ করেন এবং বোঝানোর চেষ্টা করেন তিনি।
ASI-র কথা শুনে না উলটে তাঁর উপরেই চড়াও হয় ওই যুবকরা। তাঁকে গালিগালাজ করে তাঁর ইউনিফর্ম খুলে ফেলতে বলে ওই যুবকেরা। এই কাজে ASI বাঁধা দিলে, তাঁকে মারধোর করতেও শুরু করে তাঁরা। আবার এই দৃশ্য ক্যামেরা বন্দিও করতে থাকে এক যুবক।
আশেপাশের লোকজন এই দৃশ্য দেখে ছুটে গিয়ে হামলাকারীদের হাত থেকে পুলিশ অফিসারকে উদ্ধার করে এবং ওই চার যুবকে আটকে রেখে খবর দেয় পুলিশকে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ওই চার যুবককে গ্রেফতার করে এবং তাঁদের বিরুদ্ধে সরকারী কাজে বাধাদান এবং মারধরের মামলা রুজু করা হয়েছে।
জানা গিয়েছে অভিযুক্তরা হলেন অমিত রাঘব, বিজয়, রাহুল এবং ফকরুদ্দিন। অসুস্থ ASI আহত হওয়ার কারণে কথা বলার মত অবস্থায়ও ছিলেন না। তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।