বাংলা হান্ট নিউজ ডেস্ক: এশিয়ান ক্রিকেট কাউন্সিল ২০২২ সালের এশিয়া কাপের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে। এই টুর্নামেন্টের আসন্ন সংস্করণের আয়োজক দেশ হিসেবে দায়িত্ব পেয়েছে শ্রীলঙ্কা। টি টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টটিও আগের সংস্করণের মতোই টি টোয়েন্টি ফরম্যাটেই খেলা হবে। প্রতিযোগিতার প্রথম ম্যাচ হবে ২৭ আগস্ট, ফাইনাল হবে ১১ সেপ্টেম্বর।
The Asia Cup 2022 (T20 Format) will be held in Sri Lanka from 27 August – 11 September later this year. The Qualifiers for the same will be played 20 August 2022 onwards.
— AsianCricketCouncil (@ACCMedia1) March 19, 2022
এশিয়া কাপের ১৫ তম আসরে ভারতীয় দল তাদের শিরোপা রক্ষা করতে যাবে। এই টুর্নামেন্টের কোয়ালিফায়ার ম্যাচগুলি ২০শে আগস্ট থেকে শুরু হবে। এর আগে এই টুর্নামেন্টটি ২০২০ সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু বিশ্বজুড়ে অতিমারীর কারণে তা স্থগিত করা হয়েছিল। এরপরে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে এটি ২০২১ সালের জুনে আয়োজন করা হবে, কিন্তু সেটাও সম্ভব হয়নি। এখন করোনা আক্রান্তের সংখ্যা কমার পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে এবং এজিএমের সভায় সেপ্টেম্বর মাসে তা আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।
এখনও পর্যন্ত ১৪ বার এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। শ্রীলঙ্কা এখনও পর্যন্ত চারবার এই প্রতিযোগিতাটি আয়োজন করেছে। ২০১০ সালের পর প্রথমবারের মতো এই টুর্নামেন্টের আয়োজন করবে তারা। ভারতীয় দল সবচেয়ে বেশি সাতবার এই প্রতিযোগিতা চ্যাম্পিয়ন হয়েছে। একই সঙ্গে পাঁচবার শিরোপা জিততে পেরেছে শ্রীলঙ্কা। পাকিস্তান দুইবার চ্যাম্পিয়ন হয়েছে। আর বাংলাদেশ তিনবার ফাইনালে উঠলেও প্রত্যেকবার তারা হেরেছে।
এজিএম বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার সচিব জয় শাহ ২০২৪ সাল পর্যন্ত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হিসাবে বহাল থাকছেন। এজিএমে সকল সদস্য সর্বসম্মতিক্রমে জয় শাহের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেন। এর পাশাপাশি কাউন্সিলে কাতার ক্রিকেট অ্যাসোসিয়েশনকে পূর্ণ সদস্যের মর্যাদা দেওয়া হবে। এর আগে কাতার ক্রিকেটের শুধু সহযোগী দলের মর্যাদা ছিল।