করোনার কারণে বাতিল হতে চলেছে এশিয়ার সবথেকে বড় ক্রিকেট প্রতিযোগিতা, বিপাকে এসিসি

বাংলা হান্ট ডেস্কঃ এই বছর এশিয়া কাপ হওয়ার কথা ছিল পাকিস্তানে। কিন্তু পাকিস্তানের মাটিতে কোন প্রকার ক্রিকেট খেলবো না বলে জানিয়ে দিয়েছিল বিসিসিআই। যার ফলে বাধ্য হয়ে পাকিস্তান থেকে এশিয়া কাপ স্থানান্তরিত করা হয় শ্রীলংকায়। আগামী জুন, জুলাই মাসে শ্রীলঙ্কাতে হওয়ার কথা ছিল এশিয়া কাপ। তবে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এশিয়া কাপ বাতিলের কথা ঘোষণা করলো শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।

শ্রীলংকা ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করে এমন সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে সম্মতি জানিয়েছে এশিয়া ক্রিকেট কাউন্সিল। কারণ তারা চাই না করোনার কারণে কোন ভাবেই ক্রিকেটার এবং ক্রিকেটের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ক্ষতি হোক। সেই কারণেই শ্রীলংকার ক্রিকেট বোর্ড বাধ্য হয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে।

n281165586085a8db1678d125242b373fdec2ef7ab9bb29d18a7a02f2e0ecfcf7eea822a49

ভারতের মতো শ্রীলংকাতেও করোনা পরিস্থিতি উদ্বেগজনক। সেই কারনে শ্রীলংকা সরকার আগামী 10 দিন সমস্ত রকম আন্তর্জাতিক উড়ান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এমন পরিস্থিতিতে ভারতীয় বি দলের শ্রীলঙ্কা সফর ঘিরে অনিশ্চিত তৈরি হয়েছে। শ্রীলংকা ক্রিকেট বোর্ডের এক কর্তা জানিয়েছেন, এই বছর এশিয়া কাপ বাতিল হলে আগামী বছরে এশিয়ার দেশ গুলির যে ঠাসা ক্রীড়া সূচি রয়েছে তাতে আগামী 2023 সালের আগে এশিয়া কাপ আয়োজন সম্ভব নয়।
উল্লেখ্য, 2016 এবং 2018 সালে ফাইনালে বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপ জিতে নিয়েছে ভারত। ভারতই একমাত্র দেশ যারা দশ বার এশিয়া কাপের ফাইনালে উঠে সাত বার এশিয়া কাপ জিতে নিয়েছে।


Udayan Biswas

সম্পর্কিত খবর