UAE-র মাটিতেই আয়োজিত হবে এশিয়া কাপ, জানিয়ে দিলেন BCCI সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়

বাংলা হান্ট নিউজ ডেস্ক: কয়েকদিন ধরে ক্রিকেটপ্রেমীরা যে আশঙ্কা করছিলেন সেটাই অবশেষে সত্যি হলো। সংযুক্ত আরব আমিরশাহির মাটিতেই আয়োজিত হবে এশিয়া কাপ ২০২২। নিজের মুখে এই কথা নিশ্চিত করে জানিয়ে দিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। বিসিসিআইয়ের কাউন্সিল মিটিং এর আগে সৌরভ গাঙ্গুলী জানান যে এশিয়া কাপ সংযুক্ত আরব আমিরশাহী তে হওয়াটাই স্বাভাবিক কারণ একমাত্র এই সময়ে ওখানে বৃষ্টি বাধা হয়ে দাঁড়াবে না।

বুধবারই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সঙ্গে যোগাযোগ করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। দ্বীপরাষ্ট্রের সাম্প্রতিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কথা হয়েছে তাদের। শ্রীলংকার বর্তমান আর্থিক পরিস্থিতি এবং রাজনৈতিক অবস্থা এশিয়া কাপের মতো গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা আয়োজনের জন্য সঠিক নয় বলে জানিয়ে দিয়েছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড। যার জন্য “লংকান প্রিমিয়ার লিগ” বা এলপিএলের তৃতীয় সংস্করণও আপাতত বন্ধ রেখেছে তারা।

asia cup

এসিসির সূত্র মারফত জানা গেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড সরাসরি তাদের দেশের অর্থনৈতিক এবং রাজনৈতিক সমস্যাগুলো তুলে ধরেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সামনে। এই মুহূর্তে এশিয়ার ৬ টি গুরুত্বপূর্ণ ক্রিকেট দলের তাদের দেশে আসা এবং তারপর তাদের সুরক্ষা নিশ্চিত করা এবং আরো খুঁটিনাটি স্বাচ্ছন্দ তাদের পক্ষে পরিবেশন করা সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড।

এর আগে ২০১৮ সালেও সংযুক্ত আরব আমিরশাহির মাটিতেই আয়োজিত হয়েছিল এশিয়া কাপ যা ভারতীয় দল জিতেছিল। আগস্টের ২৭ থেকে সেপ্টেম্বরের ১১ তারিখ অবধি এশিয়া কাপ প্রতিযোগিতা চলার কথা। তারও আগে ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবোয়ের মাটিতে সিরিজ খেলবে ভারতীয় দল। চলতি বছরে এশিয়াকাপ আয়োজিত হবে টি-টোয়েন্টি ফরম্যাটে যাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এশিয়া দলগুলি একটি বড় টি-টোয়েন্টি টুর্নামেন্টই খেলে নিজেদের প্রস্তুতি ঠিকঠাক ভাবে করতে পারে।

Reetabrata Deb

সম্পর্কিত খবর