ফের মৃত‍্যু বলিউডে, ঝুলন্ত অবস্থায় উদ্ধার জনপ্রিয় অভিনেতা আসিফ বাসরার দেহ

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ফের মর্মান্তিক মৃত‍্যুসংবাদ (death) বলিউডে (bollywood)। প্রয়াত হলেন জনপ্রিয় অভিনেতা আসিফ বাসরা (asif basra)। বৃহস্পতিবার ধরমশালার ম‍্যাকলিওডগঞ্জের এক কমপ্লেক্সে তাঁকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। ফরেন্সিক টিম ইতিমধ‍্যেই পৌঁছে গিয়েছে ঘটনাস্থলে। তবে এখনো অভিনেতার আত্মহত‍্যার (suicide) কারণ জানা যায়নি বলে খবর পুলিস সূত্রে। মৃত‍্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর।

কাংরা পুলিসের সিনিয়র সুপারিন্টেন্ডেন্ট বিমুক্ত রঞ্জন স‌ংবাদ সংস্থা ANI কে জানান, ধরমশালার এক প্রাইভেট কমপ্লেক্সে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় অভিনেতা আসিফ বাসরাকে। ঘটনাস্থলে ফরেন্সিক টিম পৌঁছে গিয়েছে। পুলিস ইতিমধ‍্যেই তদন্তে নেমে পড়েছে।

খবর ছড়িয়ে পড়তেই সোশ‍্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়েছে। বলিউড ব‍্যক্তিত্ব থেকে শুরু করে নেটিজেনরা বিস্ময় ঐ শোক প্রকাশ করেছেন। মৃত‍্যু যেন বলিউডের পিছুই ছাড়ছে না। পরিচালক হনসল মেহতা টুইট করে লিখেছেন, ‘এটা সত‍্যি হতে পারে না। এটা খুব খুব দুঃখজনক’।


বলিউডের অন‍্যতম পরিচিত ও জনপ্রিয় অভিনেতা আসিফ বাসরা। অনুরাগ কাশ‍্যপের ডকুমেন্টরি ছবি ব্ল‍্যাক ফ্রাইডে তে কুরেশির চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। তবে রাহুল ঢোলাকিয়ার পরজানিয়াতে তাঁর অভিনয় প্রতিভা স্পষ্ট প্রকাশিত হয়।

২০১০ সালে ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বই ছবিতে ইমরান হাশমির বাবার চরিত্রে অভিনয় করেছিলেন আসিফ। সুশান্ত সিং রাজপুতের সঙ্গে কাই পো ছে ছবিতেও দেখা গিয়েছিল তাঁকে। সম্প্রতি অনুষ্কা শর্মা প্রযোজিত ওয়েব সিরিজ পাতাল লোকে অভিনয় করেছিলেন আসিফ বাসরা। তাঁর মৃত‍্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিউডে।

X