ভারত ‘মার্সিডিজ’ আর নিজের দেশকেই ‘ডাম্পার’-র সঙ্গে তুলনা পাক ফিল্ড মার্শালের, লজ্জায় মাথা কাটা গেল পাকিস্তানের

Published on:

Published on:

পাকিস্তান(Pakistan)কে নুড়ি ভর্তি ডাম্পার ট্রাক(Dumper Truck) ও ভারতকে চকচকে মার্সিডিজের (Mercedes) সঙ্গে তুলনা খোদ পাক ফিল্ড মার্শাল(Field Marshal)-র।আন্তর্জাতিক মঞ্চে দাঁড়িয়ে দেশের সেনাপ্রধান আসিম মুনির(Asim Munir)-র এই মন্তব্যে রীতিমতো লজ্জায় মুখ লোকাবার জায়গা পাচ্ছে না পাকিস্তান। এই অবস্থায় ড্যামেজ কন্ট্রোল করতে তাঁর বক্তব্যের ব্যাখ্যা দিলেন পাক স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি (Mohsin Nakbhi)।

পাক সেনাপ্রধানের বক্তব্য-

সম্প্রতি পাকিস্তান সেনাপ্রধান আসিম মুনির মার্কিন সফরে যান।প্রসঙ্গত, অপারেশন সিঁদুরের পর এই নিয়ে দ্বিতীয়বার তিনি মার্কিন সফরে যান। আর সেখান থেকেই তিনি পাকিস্তানকে ডাম্পার আর ভারতকে মর্সিডিজের সঙ্গে তুলনা করে। এছাড়াও একই সঙ্গে সেই মঞ্চ থেকেই ভারতে পরমানু হামলার হুমকিও তিনি দেন। তিনি আসলে এই বার্তায় বলতে চেয়েছিলেন,ভারতের থেকে পাকিস্তান অনেক শক্তিশালী এবং ওজনের দরে ভারতের তুলনায় পাকিস্তান অনেক বেশি ভারী এবং অপ্রতিরোধ্য। তবে ভারতের সঙ্গে তুলনা করতে গিয়ে নিজেই নিজের দেশকে ছোটো করে ফেলে পাক সেনা প্রধান।

Asim Munir conpared Pakistan with dumper truck

 

পাক স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যাখ্যা- আন্তর্জাতিক মঞ্চে মুনিরের এই বক্তব্য পাকিস্তানকে বেশ অস্বসতিতে ফেললেও তাঁর এই বক্তব্যের আসল অর্থ ঠিক কী তা বোঝাতে ময়দানে নামেন স্বারষ্ট্রমন্ত্রী। মে মাসে ভারত-পাকের সংঘর্ষের সময় মুনিরের নেতৃত্বের প্রশংসাও করেন। তাঁরা মতে, মুনির বলতে চেয়েছেন,‘ভারত ঝকঝকে দামী মার্সিডিজ হলেও পাকিস্তান পাথর বোঝাই ডাম্পার ট্রাক। যার সঙ্গে সংঘর্ষ হলে কোন তরফের হাল খারাপ হবে কল্পনা করুন।’

আরও পড়ুন : সারাজীবন নিখরচায় ট্রেনে সফর করতে পারেন রেলকর্মী ও তাঁদের পরিবার? কী কী শর্ত মানতে হয়?

সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাক- দেশের কাছে ভুয়ো বীরত্ব দেখাতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় হাসির পাত্র হয়ে উঠেছেন পাক সেনাপ্রধান আসিম মুনির। তাঁর এই মন্তব্যের ভিডিও প্রকাশ্যে আসতেই মুহুর্তে তা ভাইরাল হয়ে যায়। কমেন্ট বক্স ভরে যায় মানুষের ট্রোলড কমেন্টে। কমেন্টে একজন লেখেন, ‘প্রথমে ভাবছিলাম উনি মজা করছেন। কিন্তু না, পরে দেখি উনিই সত্যিই এমনটা বলেছেন। পাকিস্তান সত্ই এমনই একজন সেনাপ্রধান ডিজার্ভ করেন।’ আর একজন সোশ্যাল মিডিয়ায় এআই দিয়ে ডাম্পার ও ট্রাকের ভিডিও বানিয়ে দেখিয়েছেন কী হতে পারে। অন্য আর একজন লিখেছেন, ‘যাক পাকিস্তান নিজের আসল জায়গাটা অন্তত জানে যে তাঁরা ডাম্পার ট্রাকের চেয়ে বেশি কিছু হতে পারবে না। অবশেষে নিজের মুখেই তাঁদের করুণ অবস্থার কথা স্বীকার করল তাহলে’।

আরও পড়ুন : দীপাবলিতে দেশবাসীকে ‘নিউ জেনারেশন জিএসটি’ উপহার, জিএসটি সংস্করণে কোন কোন পণ্যের দাম কমবে?

তবে, মুনিরের এই বক্তব্যকে যতই ব্যখ্যা করার চেষ্টা করুক স্বরাষ্ট্রমন্ত্রী তাতে পাকিস্তানের বর্তমান চিত্রটা খুব একটা বদলানো যাবে না। দেশের আভ্যন্তরীন ও বৈদেশিক নীতি রীতিমতো ধুঁকছে বলে মনে করছে বিভিন্ন মহল। সেক্ষেত্রে পাকিস্তান সরকার ও সামরিক নেতৃত্ব ভারতের বিরুদ্ধে নিজেদের যতই শক্তিশালী প্রতিপক্ষ প্রমাণ করার মিথ্যে চেষ্টা করু তা ধোঁপে টিকবে না।