আসিম রিয়াজকে ভর্ৎসনা সলমনের, টুইটের ঝড় ক্ষুব্ধ রিয়াজ অনুরাগীদের

Published On:

বাংলাহান্ট ডেস্ক: এই মুহূর্তে তেরোতম সিজন চলছে জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’এর। অন্যান্য সিজনের মতো এই সিজনেও প্রতিযোগীদের আচরণ নিয়ে বিতর্ক লেগেই রয়েছে বিগ বসের ঘরে। শোয়ের সঞ্চালক সলমন খান নিজেও যথেষ্ট ক্ষুব্ধ বিষয়টা নিয়ে। সাম্প্রতিক এপিসোডে বিগ বস প্রতিযোগী আসিম রিয়াজকে ভর্ৎসনা করার জন্য সলমনের ওপর ক্ষুব্ধ হয়েছেন আসিমের অনুরাগীরা। টুইটারে শুরু হয়েছে আসিমকে সমর্থন করে নতুন ট্রেন্ড যা ইতিমধ্যেই রেকর্ড বানিয়ে ফেলেছে।

ঘটনাটা একটু পরিষ্কার করেই বলা যাক। সম্প্রতি দেখা যায়, বিগ বসের ঘরে বিবাদ শুরু হয়েছে দুই প্রতিযোগী সিদ্ধার্থম শুক্লা ও আসিম রিয়াজের মধ্যে। বিবাদ চলাকালীন সিদ্ধার্থের একটি মন্তব্যের উত্তরে তাঁর বাবার সম্পর্কে কটু মন্তব্য করে বসেন রিয়াজ। এরপরেই বিবাদ চরমে ওঠে। বিষয়টা সলমনের কানে উঠতেও সময় লাগেনি। রিয়াজের এই মন্তব্যের জন্য তাঁকে ভর্ৎসনা করেন ভাইজান। সিদ্ধার্থের বাবা যে আর জীবিত নেই সেকথা আসিম জানেন কিনা সেই বিষয়েও প্রশ্ন তোলেন তিনি।

https://twitter.com/koenamitra/status/1213079012920221697

এরপরেই আসিমের অনুরাগীরা সিদ্ধার্থের হয়ে পক্ষপাতিত্বের জন্য অভিযোগ তোলে সলমনের বিরুদ্ধে। তাদের অভিযোগ এর আগে বহুবার আসিমের পরিবারের সম্পর্কে কটু মন্তব্য করেও পার পেয়ে গিয়েছেন সিদ্ধার্থ। সলমন তাঁকে কিছুই বলেননি। আসিমের সমর্থনে টুইটারে হ্যাশট্যাগ ভিউয়ারস চয়েজ আসিম বলে ট্রেন্ড শুরু করে। ইতিমধ্যেই এই হ্যাশট্যাগ দিয়ে ১ মিলিয়নেরও বেশি টুইট করা হয়েছে যা একটা রেকর্ড। বিগ বসের প্রাক্তন প্রতিযোগী কোয়েনা মিত্রও নিজের ক্ষোভ উগরে দিয়েছেন টুইটারে।

তবে শুধু আসিম নন, বিগ বসের আরেক প্রতিযোগী রেশমি দেশাইও এদিন সলমনের ক্ষোভের মুখে পড়েন।

X