মহিলাকে ধর্ষণ করতে গিয়ে ধরা পড়লেন অসম বিজেপির সংখ্যালঘু নেতা

বাংলাহান্ট ডেস্কঃ সমগ্র বিশ্ব যখন করোনা আতঙ্কে কাবু রয়েছে, তখন ধর্ষণের অভিযোগে অসমে (Assam) গ্রেপ্তার হলেন এক ভারতীয় জনতা পার্টির (BJP) নেতা। অভিযোগকারিণী মহিলা জানিয়েছেন, অভিযুক্ত বিজেপি নেতা তাঁর বাড়িতে গিয়ে তাঁকে ধর্ষণের চেষ্টা করেন। কোন মতে পালিয়ে বেঁচেছেন তিনি।

new 16

ঘটনার বিবরণ
অসমের লঙ্কা থানার অন্তর্গত এক মহিলা এই নক্কার জনক অভিযোগ দায়ের করেছেন। থানার এক কর্মকর্তা জানান, ‘গত ১১ ই মে অসমের হোজাই জেলায় বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতি কামরুল হক চৌধুরী, ওই মহিলার বাড়িতে গিয়ে তাঁকে ধর্ষণের (Rape) চেষ্টা করেন। মহিলা আরও জানিয়েছেন, ওই বিজেপি নেতা তাঁর গোপন অঙ্গও স্পর্শ করেছে। মহিলার অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে, আমরা গতকাল ওই নেতাকে গ্রেপ্তার করি’।

বরখাস্ত করা হয় বিজেপি নেতাকে
এই অসামাজিক ঘটনার পরে আসাম বিজেপি কামরুল হক চৌধুরীকে তৎক্ষণাৎ দল থেকে বরখাস্ত করা হয়। অসম বিজেপি কমিটির পক্ষ থেকে এক বিবৃতি জারী করে বলা হয়, ‘অসামাজিক কার্যকলাপে জড়িত হওয়ার দরুণ, বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতি কামরুল হক চৌধুরীকে বর্তমানে দলের প্রাথমিক সদস্যপদ থেকে বরখাস্ত করা হয়েছে’।

গৃহিত শাস্তি
অভিযুক্ত বিজেপি নেতার বিরুদ্ধে মধ্য অসম জেলার লঙ্কা থানায় আইপিসি ধারা ৩৭৬ অনুযায়ী ধর্ষণ, ৫১১ ধারানুসারে শাস্তিযোগ্য অপরাধ করার চেষ্টা করা এবং ৫০৬ ধারা অনুযায়ী অত্যাচারিতকে ভয় দেখানো ইত্যাদি একাধিক মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার পুলিশ অভিযুক্তকে হোজাই জেলার সংকরদেব নগরে স্থানীয় আদালতে হাজির করে বিচারিক হেফাজতে পাঠানো হয়।

Smita Hari

সম্পর্কিত খবর