‘সবজির মূল্যবৃদ্ধির জন্য দায়ী মুসলিমরা”, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার বয়ানে তুঙ্গে বিতর্ক

বাংলা হান্ট ডেস্কঃ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মূল্যবৃদ্ধি নিয়ে এমন এক মন্তব্য করেছেন, যা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। মুখ্যমন্ত্রী অসমে সবজির দাম বাড়ার জন্য মুসলিম সম্প্রদায়কে দায়ী করেছেন। তিনি বলেছেন, গ্রামাঞ্চলে সবজির দাম কম থাকলেও শহরে পৌঁছনোর সঙ্গে সঙ্গে তার দাম বেড়ে যায়। মুখ্যমন্ত্রী শর্মা দাবি করেছেন, যে সমস্ত বিক্রেতারা দর বাড়াচ্ছে এবং তাদের বেশিরভাগই মিঞা মুসলিম।

অসমের মুখ্যমন্ত্রী হিমন্তের এই বক্তব্যের নিন্দা করেছেন সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব। তিনি বলেছেন, বিজেপির মুখ্যমন্ত্রীর শাকসবজির মূল্যবৃদ্ধির জন্য একটি বিশেষ সম্প্রদায়কে দায়ী করা খুবই সংকীর্ণ চিন্তার নিন্দনীয় প্রদর্শন। বিজেপির লোকেরা তাদের সরকারের ত্রুটি অন্যের ঘাড়ে চাপিয়ে দেয়।

অন্যদিকে, মুসলিমদের বহু বিবাহ বন্ধ করতে অসম বিধানসভায় আগামী শীতকালীন অধিবেশনে বিল আনতে চলেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন বিজেপি সরকার। বৃহস্পতিবার এ কথা নিজেই জানান অসমের মুখ্যমন্ত্রী।

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, যদি দেশজুড়ে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হয়ে যায় তাহলে প্রস্তাবিত আইনের প্রয়োজন নাও হতে পারে। অসম সরকার বহু বিবাহ বন্ধে বিল আনলে বিতর্ক তৈরি হতে পারে। সেই বিষয়টি নিয়ে এদিন সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করলে অসমের মুখ্যমন্ত্রী বলেন, ‘কংগ্রেস নেতাদের যদি কন্যা থাকে, তবে তারা কি তাকে এমন কাউকে বিয়ে দেবে যার ইতিমধ্যেই দুটি স্ত্রী আছে?’

himanta

উল্লেখ্য বহু বিবাহ বন্ধ করতে হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকার আইন প্রণয়নের জন্য গত মে মাসে চার সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছিল। অবসরপ্রাপ্ত বিচারপতি রুমি ফুকনের নেতৃত্বে গঠিত সেই কমিটিকে রিপোর্ট জমা দেওয়ার জন্য দুই মাস সময় দেওয়া হয়েছিল।

Koushik Dutta

সম্পর্কিত খবর