NRC তে বাদ ২৮ লক্ষ বাঙালি! তাই তাদের আধার কার্ড আবেদন করতে সুপ্রিমকোর্টে যাবে অসম সরকার

Published On:

বাংলাহান্ট ডেস্ক : জাতীয় নাগরিকপঞ্জি তালিকা থেকে বাদ যাওয়া ২৮ লক্ষ নাগরিকের জন্য আধার কার্ড চেয়ে এবার সুপ্রিম কোর্টের কাছে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে অসম সরকার।

এই প্রসঙ্গে অসমের জলসম্পদ মন্ত্রী পিযুষ হাজারিকা বলেন, ‘রাজ্যের প্রায় ২৮ লক্ষ মানুষ এখনও আধার কার্ড পাচ্ছেন না, ফলে বহু কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছেন তাঁরা। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সভাপতিত্বে মন্ত্রীসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে রাজ্য সরকার এনআরসি থেকে বাদ পড়া লোকেদের আধার কার্ড পাইয়ে দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে ইন্টারলোকিউটারি আবেদন করবে।’

অসমের এই মন্ত্রী আরও বলেন, ‘ রাজ্য সরকার ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছে যে পূর্বের এনআরসি রাজ্যে প্রয়োগ করা হবে না। আমরা ইতিমধ্যেই বিষয়টি নিয়ে অসম স্টুড়েন্টস ইউনিয়ন, অসম পাবলিক ওয়ার্কার্স,আসাম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ সহ বেশ কয়েকটি সংগঠনের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছি৷ তারা সকলে রাজ্য সরকারকে সুপ্রিম কোর্টে যাওয়ার। কারণ আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়।’

অন্যদিকে, অসম মন্ত্রীসভা কামরূপ জেলার সোনাপুর ট্যাক্স সার্কেলের অধীনে ডিমোরিয়াতে রয়্যাল ভুটানি কনস্যুলেট জেনারেল অফিস তৈরির জন্য পাঁচ বিঘা জমি বরাদ্দ করার অনুমতি দিয়েছে। এছাড়াও একটি সিআরপিএফ ক্যাম্প তৈরি করার জন্য ছয়গাঁওতে ৭৭ বিঘা জমি বরাদ্দ করা হয়েছে। এছাড়াও বিদ্যুৎ গ্রাহকদের জন্য ভর্তুকি দেওয়ার কথাও ঘোষণা করেছে মন্ত্রীসভা।

X