প্রকৃতির চমৎকার! সমুদ্র সৈকতে দেখতে পাওয়া গেল ৪ ফুট লম্বা জীবন্ত ‘ড্রাকুলা মাছ’, ভাইরাল ছবি

বাংলা হান্ট ডেস্ক: আমরা সবাই জানি যে, আমাদের বিশ্বে তিন ভাগ জল এবং এক ভাগ স্থল রয়েছে। অর্থাৎ, জলের নিচেই কার্যত রয়েছে আরেক দুনিয়া। যেটি সম্পর্কে আজও সঠিকভাবে জানেন না বিজ্ঞানীরা। পাশাপাশি, সেই দুনিয়ায় রয়েছে অনেক বিচিত্র জীবও। যেগুলি সচরাচর নজরে আসেনা। এছাড়াও, তারা অধিকাংশই এখনও রয়েছে অনাবিষ্কৃত।

এমতাবস্থায়, মাঝে মাঝেই কিছু দুলর্ভ প্রাণীর খোঁজ মেলে। আর যা নিয়ে আগ্রহ প্রকাশ করেন বিজ্ঞানীরাও। ঠিক সেইরকমই এক বিরল প্রাণী এবার দেখা গেল আমেরিকার ক্যালিফোর্নিয়ার সমুদ্র সৈকতে। জানা গিয়েছে যে, সৈকত বরাবর হাঁটার সময়ে এক ব্যক্তি অদ্ভুতরকমের এক মাছ দেখতে পান। যা এর আগে তিনি কখনও দেখেননি।

Dracula fish

মাছটির মুখ থেকে ড্রাকুলার মতো ধারালো দাঁত বেরিয়ে আসতে দেখা যায়। পাশাপাশি, সেটির বেশ বড় চোখ এবং মুখ ছিল। সর্বোপরি মাছটির দেহটি ছিল অত্যধিক লম্বা। আর এই মাছটিকে দেখেই রীতিমত অবাক হয়ে যান ওই ব্যক্তি। এমনকি, ওই মাছের একটি ছবিও ইতিমধ্যেই সামনে এসেছে। আর সেখানেই দেখা যাচ্ছে এই ভয়াবহ মাছটির স্বরূপ।

এই প্রসঙ্গে মিররের একটি রিপোর্ট অনুসারে জানা গিয়েছে যে, ওই বিরল মাছটি ৪ ফুট লম্বা ছিল এবং যখন এটিকে দেখা যায় তখন সেটি জীবিতও ছিল। প্রথমে এটিকে দেখে কেউ কেউ প্রাথমিকভাবে ভেবেছিলেন যে, এটি একটি ল্যানসেট মাছ। এমতাবস্থায়, ওয়েস্ট মেরিন ফিডের সম্পাদক, ক্রিশ্চিয়ান অ্যান্টনি ছবিগুলি ইন্টারনেটে শেয়ার করেছেন যাতে এই “ড্রাকুলা মাছ” টিকে কেউ শনাক্ত করতে পারেন।

df 625eb263a0ea2

এই প্রসঙ্গে “মিউজিয়াম অফ ভার্টিব্রেট জুলজি”-র ক্রিস্টোফার মার্টিন অবশ্য জানিয়েছেন যে, এটি একটি ল্যানসেট মাছ। এই মাছ ৭ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। মেরু অঞ্চল ছাড়াও বিশ্বজুড়েই সমুদ্রে এই মাছ পাওয়া যায়। এই মাছটি এমন একটি এলাকায় শিকার করে, যেখানে সূর্যের আলো খুব কম পৌঁছয়। অর্থাৎ গভীর সমুদ্রে থাকে এরা। এই মাছের মূলত প্রতিফলিত আঁশ রয়েছে এবং সবচেয়ে উল্লেখযোগ্য ভাবে এই মাছ যা যা খায় সেগুলি পেটে অক্ষত অবস্থায় থাকে। যার ফলে এই মাছ ঠিক কি খেয়েছে তা বিজ্ঞানীরা খুব সহজেই বলতে পারবেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর