এটা অস্তিত্বরক্ষার লড়াই, এক পা দিয়েই শর্ট মেরে BJP-কে মাঠের বাইরে করে দেব! চ্যালেঞ্জ মমতার

বাংলাহান্ট ডেস্কঃ প্রথম দফা ভোটের আর মাত্র কয়েকটা দিন বাকি। তার আগে রাজ্যের সর্বত্র জনসভা করে প্রচার চালাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee ) । একেরপর এক জনসভা থেকে বিজেপিকে (BJP) একহাত নিচ্ছেন তিনি। সেই মত দিন কোতুলপুরের সভা থেকে একেরপর এক চ্যালেঞ্জ ছুড়ে দেন মমতা। তিনি বলেন, ‘যতক্ষণ শ্বাস চলবে ততক্ষণ বিজেপিকে এই ইঞ্চি জমি ছাড়ব না। সিপিএমকেও না।’

সংযুক্ত মোর্চার শরিক দল বাম সমর্থকদের উদ্দেশ্যে এদিন তিনি বলেন, ‘ বিজেপিকে ভোট টা দেবেন না, তৃনমূলকে দিন, বিজেপি শাসিত রাজ্যে মা-বোনেরা বাড়ি থেকে বেরোতে পারেনা। এটা অস্তিত্বরক্ষার লড়াই। বিজেপিকে বিদায় দিন।

mamata Banerjee

এদিন আহত হওয়ার পরও কেন এত জনসভা করছেন ? সংবাদমাধ্যমের এই প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার এক পা তো কি হয়েছে, আমার মা-বোনেদের তো দুটো পা, ওঁদের পা দিয়েই তিনি হাঁটেন বলে জানান। এমনকি তিনি এও বলেন যে, আমি ঘরে থাকলে বিজেপি বাংলা দখল করে নেবে। আর আমি বাইরে থাকলে বিজেপিকে এক শর্ট মেরে বাইরে বের করে দেব।

বাঁকুড়ার কোতুলপুরের সভা থেকে বিজেপি ও সিপিএমকে এক ইঞ্ছিও জমি ছাড়বেন বলে সরব হন মমতা। এদিন তৃণমূলের বিরুদ্ধে তোলা দুর্নীতির অভিযোগের প্রসঙ্গ টেনে এনে মমতা বলেন, আমরা সবাই চোর? আর তোমরা সাধু! পিএম কেয়ারের টাকা কোথায় গেল? নরেন্দ্র মোদী(Narendra Modi) জাবাব দাও। এমনকি বিজেপিকে নিশানা করে মমতা আরও বলেন, ওরা বলছে ধামাকা হবে। ধামাকা হবে মানে দাঙ্গা হবে।


সম্পর্কিত খবর