বাংলা হান্ট ডেস্কঃ দেশজুড়ে এখন উৎসবের মরশুম। তার মধ্যেই বেজে চলেছে ভোটের দামামা। সূত্রের খবর, ছট পুজোর পরই বিহারে শুরু হবে বিধানসভা নির্বাচন (Assembly elections)। আগামী ৫ নভেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ৩ দফায় বিহারের ভোটগ্রহণ হবে। প্রসঙ্গত, আগামী ২২ নভেম্বর শেষ হচ্ছে বিহারের চলতি বিধানসভার মেয়াদ। তাই তার আগেই বিহারের ভোট প্রক্রিয়া সম্পূর্ণ করার কথা বলা হয়েছে।
বিহার ভোটের (Assembly elections) প্রস্তুতি তুঙ্গে
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আগামী সপ্তাহেই বিহার সফরে যাচ্ছেন। সেখানে গিয়ে নির্বাচনী (Assembly elections) প্রস্তুতি খতিয়ে দেখবেন তিনি। এর পাশাপাশি ৩০ সেপ্টেম্বর প্রকাশিত হতে চলা চূড়ান্ত ভোটার তালিকাও পর্যবেক্ষণ করবেন তিনি। সম্প্রতি হওয়া SIR (Special Intensive Review) নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক। বিহারে খসড়া তালিকা থেকে বাদ পড়েছে প্রায় ৬৫ লক্ষ ভোটারের নাম। এই অভিযোগে নির্বাচনী কমিশনকে নিশানা করেছে INDIA জোট। তাদের দাবি, ইচ্ছে করেই প্রকৃত ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এ নিয়ে মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্টে। দেশের শীর্ষ আদালতের নির্দেশ, SIR এ গরমিল ধরা পড়লে চূড়ান্ত তালিকা প্রকাশের হলেও ওই সমীক্ষা বাতিল হবে।
উল্লেখ্য, ২০২০ সালে বিহারে ৩ দফায় হয়েছিল নির্বাচন (Assembly elections)। প্রথম দফায় ৭১ আসন (২৮ অক্টোবর), দ্বিতীয় দফায় ৯৪ আসন (৩ নভেম্বর), তৃতীয় দফায় ৭৮ আসন (৭ নভেম্বর)। ফল ঘোষণা হয়েছিল ১০ নভেম্বর। তার আগে, ২০১৫ সালে ৫ দফায় সম্পন্ন হয়েছিল ভোটগ্রহণ। ২৪৩ আসনের বিহার বিধানসভায় বর্তমানে NDA সংখ্যাগরিষ্ঠ। তাদের দখলে রয়েছে ১৩১ আসন। এর মধ্যে BJP-র হাতে ৮০, JDU-র কাছে ৪৫। অন্যদিকে INDIA ব্লকের দখলে রয়েছে ১১১ আসন। এর মধ্যে RJD ৭৭, কংগ্রেস ১৯, CPI(ML) ১১, CPI(M) ২ এবং CPI ২ জন।
বাংলায় কবে ভোট (Assembly elections)?
বাংলায় এবার ভোট আগামী বছর। ২০২১ সালে শেষবার বিধানসভা নির্বাচন (Assembly elections) হয়েছিল। সপ্তদশ বিধানসভার মেয়াদ শেষ হবে ২০২৬ সালের ৭ মে। তার আগেই সম্পূর্ণ করতে হবে নির্বাচনী প্রক্রিয়া। ২০২১ সালে রাজ্যে আট দফায় ভোট হয়েছিল। ২৭ মার্চ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত চলেছিল ভোটগ্রহণ। ফলপ্রকাশ হয়েছিল ২ মে।
আরও পড়ুনঃ দেশবাসীকে আত্মনির্ভরশীলতার বার্তা, GST সংস্কার নিয়ে ফের নতুন ঘোষণা প্রধানমন্ত্রীর
উল্লেখ্য, পুজোর পর থেকেই পশ্চিমবঙ্গে ভোটার তালিকার নিবিড় সংশোধনের প্রক্রিয়া (SIR) শুরু হতে পারে বলে ইঙ্গিত মিলেছে। গত মাসের সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছিলেন, নির্দিষ্ট সময়ে গোটা দেশেই শুরু হবে SIR। অনুমান, দিল্লি থেকে প্রক্রিয়া শুরু হলে পশ্চিমবঙ্গও প্রায় সঙ্গে সঙ্গেই অন্তর্ভুক্ত হবে। তারপরেই আগামী বছর অর্থাৎ ২০২৬-এ হবে বিধানসভা নির্বাচন (Assembly elections)।