অবাক কাণ্ড! মাঝরাতে হবে বিধানসভার অধিবেশন, রাত দুটোর সময় দিলেন রাজ্যপাল

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে রাজ্যপাল ও সরকারের সংঘাত আর নতুন কিছু নয়। কেউ কাউকে যে ছেড়ে কথা বলবে না, সেটা দুপক্ষের বয়ান আর বডি ল্যাঙ্গুয়েজই বুঝিয়ে দেয়। আর এবার আরও একবার সেই সংঘাতের আগুনের ফুলকি দেখা গেল।

উল্লেখ্য, কদিন আগেই রাজ্যপাল সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে রাজ্যের বিধানসভার বাজেট অধিবেশন স্থগিত করেন। রাজ্যের মন্ত্রীসভার সুপারিশ মেনেই বিধানসভা প্ররোগ করেছিলেন রাজ্যপাল। এই নিয়ে তিনি একটি ট্যুইট করে তথ্যও দিয়েছিলেন।

ট্যুইট করে রাজ্যপাল জগদীপ ধনকড় লিখেছিলেন, ‘সংবিধানের ১৭৪ এর ক এবং খ উপধারা অনুযায়ী বাংলার বিধানসভা অধিবেশন প্ররোগ করলাম। ১২ ফেব্রুয়ারি থেকে এই নির্দেশিকা কার্যকর হবে।”

এবার সেই স্থগিত হওয়া অধিবেশন ডাকলেন রাজ্যপাল। তবে রাজ্যপালের অধিবেশন ডাকা নিয়ে অনেক কিন্তু রয়ে গেল। কারণ তিনি রাত ২টোর সময় অধিবেশন ডেকে রাজ্যজুড়ে বিশাল এক প্রশ্ন খাড়া করে দিলেন।

রাজ্যপাল ট্যুইট করে ৭ মার্চ রাত ২টোর সময় অধিবেশন করানোর কথা জানিয়েছেন। তিনি লিখেছেন, সংবিধানের ১৭৪ (১) ধারা অনুযায়ী মন্ত্রিসভার সিদ্ধান্ত মেনে নিয়েছেন। তবে এমন ভাবে রাতে অধিবেশন ডাকার কোনও নজির নেই। এবার ইতিহাস গড়ে রাত ২টোর সময় বিধানসভার অধিবেশন হতে চলেছে বাংলায়।

https://twitter.com/jdhankhar1/status/1496771008111386626?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1496771008111386626%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fthewall.in%2Fnews%2Fnews-governor-jagdeep-dhankhar-calls-aseembly-session-at-midnight%2F

তবে, মন্ত্রিসভার সুপারিশ রাত ২টোর সময় অধিবেশন ডাকার ছিল না। সামান্য কিছু ভুলের কারণে দুপুর দুটো রাত ২টো হয়ে গিয়েছিল। জানা গিয়েছে, মন্ত্রিসভার তরফ থেকে রাজ্যপালের কাছে যেই ণত্ব পাঠানো হয়েছিল, সেখানে প্রথমের দিকে দুপুর ২টো লেখা ছিল। কিন্তু নোটের শেষের দিকে আবার রাত ২টো লেখা ছিল। আর রাজ্যপাল সেই ভুলকে না শুধরে রাত ২টোর সময় অধিবেশন ডেকে বসেছেন।


Koushik Dutta

সম্পর্কিত খবর