ফ্ল্যাট থেকে শুরু করে রত্ন ভাণ্ডার! আদালতের অনুমতিতে নিলামে উঠবে মেহুল চোকসির ৪৬ কোটির সম্পদ

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক: পলাতক হিরে ব্যবসায়ী মেহুল চোকসীর (Mehul Choksi) সম্পত্তি এবার উঠতে চলেছে নিলামে। ঋণখেলাপির মামলায় অভিযুক্ত এই কুখ্যাত ব্যবসায়ীর প্রায় ৪৬ কোটি টাকার সম্পত্তি বিক্রির অনুমতি দিয়েছে মুম্বইয়ের এক বিশেষ আদালত। আদালতের নির্দেশ অনুযায়ী, মোট ১৩টি সম্পত্তি নিলামে তোলা হবে, যার মধ্যে রয়েছে একাধিক ফ্ল্যাট, বাণিজ্যিক ভবন, রুপোর বাট এবং মূল্যবান রত্ন।

মেহুল চোকসীর (Mehul Choksi) সম্পত্তি নিলামে তোলার সিদ্ধান্ত আদালতের

আদালত জানিয়েছে, গীতাঞ্জলি জেম্‌স লিমিটেড নামে মেহুল চোকসীর (Mehul Choksi) সংস্থার সঙ্গে সম্পর্কিত এই সমস্ত সম্পত্তি নিলামে তোলার অনুমতি দেওয়া হয়েছে। উল্লেখ্য, গীতাঞ্জলি জেম্‌স সংস্থার সঙ্গে মেহুলের পাশাপাশি তাঁর ভাইপো নীরব মোদীরও ঘনিষ্ঠ যোগ রয়েছে। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের প্রায় সাড়ে ১৩ হাজার কোটি টাকার প্রতারণার মামলায় দুই জনই দেশ থেকে পালিয়ে রয়েছেন।

আরও পড়ুন: মুনিরের জন্য পাকিস্তানের সংবিধানে বদল! এবার সর্বেসর্বা হয়ে উঠলেন পাক সেনা প্রধান

সংবাদমাধ্যম ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর রিপোর্ট অনুযায়ী, মুম্বইয়ের বোরিভলি এলাকায় অবস্থিত মেহুলের (Mehul Choksi) চারটি ফ্ল্যাট নিলামের তালিকায় রয়েছে, যেগুলির প্রতিটির বাজারমূল্য প্রায় ২ কোটি ৫৫ লক্ষ টাকা। এছাড়াও বান্দ্রা কুরলা কমপ্লেক্সের ‘ভারত ডায়মন্ড বোর্স’ এলাকায় একটি বাণিজ্যিক ভবনও উঠছে নিলামে। এই স্থানটি বিশ্বের অন্যতম বৃহৎ হিরে বাণিজ্য কেন্দ্র হিসেবে পরিচিত। তালিকায় রয়েছে মুম্বই সংলগ্ন গোরেগাঁও এলাকার কিছু সম্পত্তি এবং জয়পুরে ‘গীতাঞ্জলি জেম্স‌’-এর কার্যালয় থেকে বাজেয়াপ্ত হওয়া রুপোর বাট, মূল্যবান রত্ন ও যন্ত্রপাতি। আদালতের নির্দেশ অনুসারে, এই সম্পত্তিগুলি বিক্রির মাধ্যমে যে অর্থ পাওয়া যাবে, তা স্থায়ী আমানতে রাখা হবে।

মুম্বইয়ের বিশেষ আদালতের বিচারক এভি গুজরাতি সম্প্রতি এক নির্দেশনামায় জানিয়েছেন, কর্তৃপক্ষ আইনি প্রক্রিয়া মেনে এই সম্পত্তিগুলি নিলামে তুলতে পারবেন। তিনি আরও বলেছেন, এই বিক্রয় থেকে প্রাপ্ত অর্থ আদালতের নির্দেশনা অনুযায়ী সংরক্ষণ করা হবে। ২০১৮ সালে মেহুল চোকসী (Mehul Choksi) সস্ত্রীক দেশ ছেড়ে পালিয়ে যান। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক কেলেঙ্কারির পরে তাঁর বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করে মুম্বইয়ের আদালত। দীর্ঘদিন বিদেশে থাকার পর বেলজিয়ামে তাঁর অবস্থান শনাক্ত হয়।

Assets of Mehul Choksi worth crore to be auctioned.

আরও পড়ুন: টেলিকম সেক্টরে হবে ধামাকা! Jio-BSNL মিলে করছে এমন প্ল্যানিং, ঘুম উড়বে Airtel-Vi-র

সম্প্রতি বেলজিয়ামের আদালত জানিয়েছে, মেহুল চোকসীকে (Mehul Choksi) ভারতে প্রত্যর্পণের ক্ষেত্রে আর কোনও আইনি বাধা নেই। ফলে দেশে ফেরানোর প্রক্রিয়া দ্রুত শুরু হতে পারে বলে সূত্রের খবর। আদালতের এই নির্দেশ মেহুল চোকসীর বিরুদ্ধে চলমান তদন্তে নতুন দিশা এনে দিয়েছে।

দেশজুড়ে আলোচিত পিএনবি কেলেঙ্কারি মামলার অন্যতম প্রধান অভিযুক্ত মেহুল চোকসীর (Mehul Choksi) এই সম্পত্তি নিলাম ভারতের আর্থিক অপরাধ তদন্তে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তদন্তকারী সংস্থার আশা, নিলামে এই সম্পত্তিগুলি বিক্রি করে চোকসীর প্রতারণায় হারানো টাকার একটি অংশ অন্তত উদ্ধার করা সম্ভব হবে।